আইআইএম কলকাতা থেকে স্নাতকোত্তর করা অরুণ শ্রীনিবাস প্রায় তিন দশকের বেশি সময় ধরে সেলস ও মার্কেটিংয়ে নেতৃত্ব দিয়েছেন।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ভারতে মেটার কার্যক্রমের জন্য নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান হিসেবে অরুণ শ্রীনিবাসকে নিয়োগ করল টেক জায়ান্ট মেটা। সংস্থার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সন্ধ্যা দেবনাথন এখন থেকে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া—এই দুই অঞ্চলের নেতৃত্বের সম্প্রসারিত দায়িত্ব সামলাবেন, তাঁকে নতুন দায়িত্ব দেওয়ার পরই অরুণ শ্রীনিবাসকে মেটার ম্যানেজিং ডিরেক্টর করা হয়।
মেটার এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা অরুণ শ্রীনিবাসকে ভারতের জন্য মেটার ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান হিসেবে নিয়োগ করছি। এর আগেই সন্ধ্যা দেবনাথনকে ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্প্রসারিত দায়িত্বে আনা হয়েছে।” নতুন দায়িত্বে অরুণ শ্রীনিবাস সংস্থার ব্যবসা, উদ্ভাবন ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যগুলিকে আরও সুসংহত করবেন। একইসঙ্গে তিনি মেটার দীর্ঘমেয়াদি বৃদ্ধি ও ভারতের প্রতি প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে তুলবেন বলে জানিয়েছে কোম্পানি। মেটা জানিয়েছে, শ্রীনিবাস ভারতে সংস্থার নেতৃত্ব দেবেন এবং দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড, বিজ্ঞাপনদাতা, ডেভেলপার ও অন্যান্য সহযোগীদের সঙ্গে কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করবেন, যাতে ভারতীয় বাজারে মেটার বৃদ্ধি অব্যাহত থাকে।
১ জুলাই, ২০২৫ থেকে তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন এবং আগের মতোই সন্ধ্যা দেবনাথনের অধীনে কাজ করবেন।সন্ধ্যা দেবনাথন বলেন, “ভারত বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন ও উদ্ভাবনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। এই গুরুত্বপূর্ণ বাজারে অরুণের নেতৃত্ব পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। হোয়াটসঅ্যাপ, রিলস ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে মেটার ভারতীয় ইউনিট যে সাফল্য দেখিয়েছে, তাতে অরুণের অভিজ্ঞতা ও নেতৃত্ব ভবিষ্যতে আরও অগ্রগতি আনবে।” তিনি আরও যোগ করেন, “ভারতে আমাদের ব্যবসা সম্প্রসারণে অরুণ আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবেন।” আইআইএম কলকাতা থেকে স্নাতকোত্তর করা অরুণ শ্রীনিবাস প্রায় তিন দশকের বেশি সময় ধরে সেলস ও মার্কেটিংয়ে নেতৃত্ব দিয়েছেন। হিন্দুস্থান ইউনিলিভার, রিবক, ওলা এবং ওয়েস্টব্রিজ ক্যাপিটাল-এর মতো সংস্থায় কাজ করেছেন তিনি। ২০২০ সালে মেটায় যোগ দেওয়ার পর থেকে তিনি ভারতের বিজ্ঞাপন ব্যবসার প্রধান হিসেবে কাজ করে আসছেন। মেটায় তাঁর নেতৃত্বেই ভারতের বৃহত্তম বিজ্ঞাপনদাতা ও এজেন্সি পার্টনারদের সঙ্গে কৌশলগত রাজস্ব লক্ষ্যে, যেমন এআই, রিলস ও মেসেজিং—এই খাতে মেটার কাজকে আরও দৃঢ় করেছেন শ্রীনিবাস।