আমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কিংবা ভয়াবহতা এখনও কাটেনি। এর মধ্যে ফের এক বিমান দুর্ঘটনা। এবার কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। ৬ জন ছিলেন ওই কপ্টারটিতে। ৬ যাত্রীই মৃত বলে জানা গেছে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এবার ভেঙে পড়ল হেলিকপ্টার। এবার দুর্ঘটনার কবলে উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশন কোম্পানির হেলিকপ্টার। রবিবার সকালে কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাচ্ছিল হেলিকপ্টারটি। নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে পড়ে। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেছে NDRF SDRF। উত্তরাখণ্ডের এডিজি আইনশৃঙ্খলা ভি মুরুগেশন এই দুর্ঘটনার কথা জানিয়েছেন। জানা গেছে যে, ভোর ৫টা নাগাদ যাত্রীদের নিয়ে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর উদ্দেশে যাচ্ছিল হেলিকপ্টারটি। কিন্তু মাঝপথেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কপ্টারটি, গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। কপ্টারে থাকা যাত্রীদের মধ্যে একজন শিশুও ছিল।
কেন ঘটল এই দুর্ঘটনা? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই পথ হারিয়ে ফেলে সেটি ভেঙে পড়ে। কপ্টারে থাকা যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিলেন বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জঙ্গলে তাঁদের গবাদি পশুর জন্য জঙ্গলে পাতা সংগ্রহ করতে গিয়েই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিকে দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। এদিকে, এই দুর্ঘটনার পরই চারধামে হেলিকপ্টার পরিষেবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমি বাবা কেদারের কাছে সমস্ত যাত্রীদের সুরক্ষার জন্য প্রার্থনা করি।’ উল্লেখ্য যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেই জঙ্গল অনেকটাই গভীর হওয়ায়, দুর্ঘটনাস্থলে পায়ে হেঁটে পৌছানো ছাড়া উপায় ছিল না। সেই কারণে উদ্ধারকাজে বেশ কিছুটা সময় লেগে যায়।