Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • ‘সীমান্তপারের সন্ত্রাসবাদকে নীতিগত ভাবে হাতিয়ার করছে কিছু দেশ’। SCO-র বৈঠকে নাম না করে পাকিস্তানকে তুলোধনা রাজনাথ সিং-এর।
  • ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ রাজ্যের। হাইকোর্টের নির্দেশ মেনে রিপোর্ট প্রকাশ।
  • ছত্তিসগড়ের নারায়ণপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই। নিহত ২ মহিলা মাওবাদী সদস্য।
  • ইরানের পরমাণু ঘাঁটি অক্ষত রয়েছে। গোপন রিপোর্ট ফাঁস বিভিন্ন সংবাদ মাধ্যমের। ‘ওরা ভুয়ো খবর ছড়াচ্ছে’ বললেন ট্রাম্প।
  • আমেরিকা-ইরানের মধ্যে বৈঠক। আগামী সপ্তাহেই বৈঠকে বসতে চলেছে দুই দেশ।
  • রাষ্ট্রসংঘকে আর দেওয়া হবে না পরমাণু সংক্রান্ত তথ্য। বিল পাশ ইরানের পার্লামেন্টে।
  • ১৫ দিন পর খুলল জগন্নাথ মন্দিরের দরজা। নবসাজে দিঘায় ভক্তদের দর্শন দিলেন জগন্নাথদেব।
  • দক্ষিণ ২৪ পরগনায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু দম্পতির। মৃতদের নাম শিবপ্রসাদ মন্ডল (৭৫) ও রেনুকা মন্ডল (৬৫)।
  • এগরা সারদা শশিভূষণ কলেজে আগুন। ঘটনাস্থলে দমকল।
  • উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। অলকানন্দা নদীতে পড়ে গেল যাত্রিবাহী বাস, মৃত ১।
  • ২২ বছর পরে ভোটার তালিকা সংশোধন হচ্ছে বিহারে। তালিকায় নাম তোলার নতুন নিয়ম।
  • অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে অসুস্থ।
  • মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে তছনছ হিমাচল প্রদেশ। জলের তোড়ে ভেসে গেলেন অন্তত ২০ শ্রমিক। মৃত ২।
  • মধ্যস্থতা বিতর্কে অবস্থানে অনড় ট্রাম্প। বাণিজ্য বন্ধের হুঁশিয়ারিতেই বন্ধ হয়েছে ভারত-পাক সংঘাত। ন্যাটো সম্মলনে দাবি ট্রাম্পের।
  • মেক্সিকোর রাস্তায় ধর্মীয় উৎসবের সময় এলোপাথাড়ি গুলি, নিহত ১২। আহত অন্তত ২০ জন।
  • দিঘায় রথের প্রস্তুতিতে মুখ্যমন্ত্রী। বুধবারই দিঘায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 
  • New Date  
  • New Time  
তিন দফায় নথি যাচাই। বিজ্ঞপ্তি নিয়ে ধোঁয়াশায় চাকরি হারারা।

3
June 2025

তিন দফায় নথি যাচাই। বিজ্ঞপ্তি নিয়ে ধোঁয়াশায় চাকরি হারারা।

স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষায় তিন দফায় নথি যাচাই করবে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি নতুন করে নিয়োগের পরীক্ষার নিয়মবিধি নিয়ে ধোঁয়াশায় চাকরিহারা।

নাজিয়া রহমান, সাংবাদিক

শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। চাকুরিপ্রার্থীদের নথি ও শংসাপত্র নিয়ে যাতে কোনও রকম অস্বচ্ছতা না থাকে তাই নতুন করে হতে চলা শিক্ষক নিয়োগের পরীক্ষায় চাকুরিপ্রার্থীদের জমা দেওয়া নথি তিন বার ভেরিফিকেশন করা হবে। এসএসসি সূত্রে খবর, প্রথমবার অনলাইনে যাখন আবেদন আসবে তখন একবার চাকুরিপ্রার্থীদের নথি ও শংসাপত্র যাচাই করা হবে। যখন চাকুরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে সেই সময় নথি ও শংসাপত্র ভালো করে যাচাই করা হবে আবার যখন কাউন্সেলিং হবে তখন তৃতীয় পর্যায়ের নথি যাচাই করা হবে। অতীতে এই ভুল নথি ও শংসাপত্র নিয়ে সমস্যায় পড়তে হয়েছে এসএসসিকে। এই নিয়ে মামলাও হয়েছে। নথি ও শংসাপত্র সঠিক ভাবে যাচাই না হওয়ায় একজনের চাকরি অন্য জন পেয়ে গেছে। এতে আদালত পর্যন্ত মামলা গড়িয়েছে। তাই চাকুরিপ্রার্থীদের নথি ও শংসাপত্র নিয়ে যাতে কোনও রকম সমস্যা না হয় তার জন্য এবার তিনটি পর্যায়ে নথি যাচাই করবে এসএসসি।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। ৩০ শে মে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। তাঁর আগে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের কথা ঘোষণা করেন। সেই ঘোষণা অনুযায়ী ৩০ শে মে এসএসসি-র তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি বলা হয়, ১৬ জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। এই অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৪ জুলাই। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করলে পরীক্ষার্থীদের জমা দিতে হবে ৫০০ টাকা। আবেদন ফি ৫০০ টাকা সাধারণ পরীক্ষার্থীদের জন্য। অন্যদিকে তফসিলি জাতি, উপজাতি বা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের দিতে হবে ২০০ টাকা। পরীক্ষায় বসার ফি জমা দিতে হবে ১৪ জুলাই রাত ১২টার মধ্যে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। লিখিত পরীক্ষার ফলপ্রকাশ সম্ভাব্য তারিখ অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ। এবং প্যানেল প্রকাশিত হবে ২৪ নভেম্বর। কাউন্সেলিং এবং নিয়োগের প্রস্তাব সংক্রান্ত ঘোষণা হতে পারে ২৯ নভেম্বর। এই নিয়োগের পরীক্ষায় চাকরিহারাদের পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে একই চাকরির জন্য বারবার একই পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা। মুখ্যমন্ত্রী পরীক্ষায় বসার আবেদনও অসন্তুষ্ট চাকরিহারারা। ২জুন স্কুল খুলেছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে যাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তবে আন্দোলন তাঁদের অব্যাহত। হাইকোর্টের নির্দেশ মেনে বর্তমানে সেন্ট্রাল পার্কের সামনে রোটেশন অনুযায়ী আন্দোলনকারীরা অবস্থান করছেন। তাঁরা তাঁদের দাবিতে অনড়। তাঁরা একই চাকরির জন্য বারবার পরীক্ষায় বসবেন না। সরকারকে স্বসম্মানে চাকরি ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি তাঁদের এটাও বক্তব্য, এই নতুন করে পরীক্ষার গেজেট বিজ্ঞপ্তি কে ঘিরে তাদের ধোঁয়াশা রয়েছে। তাই নতুন করে এই পরীক্ষাকে ঘিরেও দূর্নীতির আশঙ্কা করছেন তাঁরা।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital