কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার পর কাশ্মীর অমরনাথ এই সমস্ত জায়গার নিরাপত্তা বৃদ্ধি হয়েছে আগের থেকে বেশ অনেকটাই। তবে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই অমরনাথকে এবার নো ফ্লাই জোন করে দেওয়া হল।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এবারের অমরনাথের যাত্রাপথকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এবারে আর মিলবে না কপ্টার পরিষেবা এর ফলে হয়ত বয়স্ক যাত্রীদের সমস্যা হবে কিন্তু বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। মঙ্গলবার অনুষ্ঠিত হয় অমরনাথ যাত্রা ২০২৫-এর উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক ওই বৈঠকে জম্মু ও কাশ্মীর প্রশাসন এবং কেন্দ্রের শীর্ষ আধিকারিকরা একমত হয়ে একাধিক বড় সিদ্ধান্ত গ্রহণ করেন। ভূস্বর্গের রাজ্যপালের নির্দেশে এই বছর পুণ্যার্থীদের জন্য বাতিল করা হয়েছে হেলিকপ্টার পরিষেবা।
মঙ্গলবারের হাই প্রোফাইল নিরাপত্তা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, জম্মু ও কাশ্মীরের আইবি প্রধান অটল দুল্লু, ডিজিপি নলিন প্রভাত, সেনাকর্তা প্রশান্ত শ্রীবাস্তব প্রমুখ। বৈঠক শেষে আসন্ন যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রাপথকে ‘নো ফ্লাই’ জোন ঘোষণা করে জম্মু ও কাশ্মীর সরকার।
পহেলগাঁও জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে। বলা হয়েছে ১১ দিনের মধ্যে , পহেলগাওঁ ও বালতাল রুটে ড্রোন, বেলুন বা ইউএভি ওড়ানো যাবে না। তবে চিকিৎসা, দুর্যোগ পরিস্থিতি ও নিরাপত্তা বাহিনীর নজরদারির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এই বিশেষ ক্ষেত্রগুলির জন্য শীঘ্রই একটি বিস্তারিত এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর) জারি করা হবে বলে জানানো হয়েছে। শ্রী অমরনাথ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের পহেলগাওঁ এবং উত্তর কাশ্মীরের বালতাল উভয় পথ দিয়েই যাত্রীর পবিত্র গুহা তথা মন্দিরে পৌঁছতে পারবেন ভক্তেরা। পায়ে হেঁটে অথবা পালকি চড়ে যাত্রা করা যাবে।এই বছর জঙ্গি হামলা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে কেন্দ্র। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিব’। নজিরবিহীন ভাবে পুণ্যার্থীদের নিরাপত্তার খাতিরে যাত্রাপথে ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন হচ্ছে। এর পাশাপাশি আকাশপথে ঝুঁকি এড়াতে চলতি বছরে হেলকপ্টার পরিষেবা বাতিল করা হল। চলতি বছর, অমরনাথ যাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। এই যাত্রা চলবে ৯ অগস্ট পর্যন্ত। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।