ইউরোপের অন্যতম একটি ভ্রমন স্থান হলো নরওয়ে। প্রাকৃতিক সৌন্দর্যের কারনে প্রতি বছর বহু মানুষ ভিড় জমান এখানে। ২০২৪ সালে প্রায় ১.২৪ কোটি বিদেশি নরওয়ে তে ভ্রমন করেছিলেন। যা ঐ দেশের অর্থনীতির জন্য দারুন হলেও স্থানীয় নেতারা বা স্থানীয় মানুষজন এত দর্শনার্থীর ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। কারণ তারা মনে করছেন তাদের দেশের জন্য এত ভিড় ক্ষতি হতে পারে।
মৌসুমী সাহা, সাংবাদিক- নরওয়েতে যে দেশজুড়ে সারা বছর পর্যটক থাকেন এমনটা নয়, তবে কিছু কিছু জায়গায় বছরের কিছু অংশ বিশেষভাবে কষ্টকর। স্থানীয় বাসিন্দাদের খেসারত দিতে হয় বেশি, নরওয়ের শিল্প বাণিজ্য মন্ত্রী সি সি লি মাইরোসেথ একটি ইন্টারভিউতে একথা জানান।
নরওয়ে সরকার এই কারণেই একটি বিশেষ পদক্ষেপ ঘোষণা করেছে। স্থানীয় এবং পরিবেশবিদদের চাপে অতি পর্যটন রোধে ব্যবস্থা নিতে একটি নতুন পর্যটন কর অনুমোদন করেছে, যা রাত্রিযাপন এবং ক্রুজে ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য।
২০২৬ সালের গ্রীষ্ম থেকে নরওয়ে তে আগত পর্যটকদের ওপর ৩% কর আরোপ করা হবে। এর মূল লক্ষ্য হলো দেশের পর্যটন কে পুনর্গঠন করা। যানবাহনে অতিরিক্ত ভিড়ের বোঝা কমাতে এবং অবকাঠামোগত উন্নতির দিকে মনোযোগ দেয়া হচ্ছে। আর এই বাড়তি টাকা যেমন দেশের উন্নতির কাজে লাগবে আর এতে করে উপকৃত হবে স্থানীয় মানুষরা। তবে পর্যটকদের ওপর চাপানো এই কর ভ্রমণার্থীদের অসুবিধে কারণ হবে।এমনকি যারা প্ল্যান করছেন নরওয়ে যাবেন তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।