আবারও মিছিলের অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী রবিবার, ১৩ জুলাই কাঁথিতে এক জনসংযোগ মিছিল করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। সেই মিছিলের জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও, কোনও সাড়া মেলেনি বলেই অভিযোগ। শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা করলেন এক বিজেপি কর্মী। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ- বিজেপি সূত্রের খবর, ৫ জুলাই পুলিশে আবেদন জমা দেওয়া হয়। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ কোনও উত্তর দেয়নি। বিজেপির দাবি, জনসংযোগের স্বার্থে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। মিছিলের মুখে বিরোধী দলনেতা থাকার কারণেই প্রশাসনের তরফে ইচ্ছাকৃতভাবে অনুমতি আটকে রাখা হয়েছে বলেই অভিযোগ তাঁদের।
এর আগেও বহুবার শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি নিয়ে সমস্যায় পড়তে হয়েছে বিজেপিকে। কখনও কলকাতা পুলিশ, কখনও বা রাজ্য পুলিশ অনুমতি দিতে চায়নি। প্রতিবারই শেষ ভরসা হয়েছে হাইকোর্ট। আদালতের হস্তক্ষেপেই শেষপর্যন্ত অনুমতি মিলেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা শর্তসাপেক্ষে।
এবারও একই পথে হাঁটল বিজেপি। হাইকোর্ট কী রায় দেয়, কাঁথিতে মিছিল আদৌ করতে পারবে কিনা— এখন সেদিকেই নজর বিজেপির নেতা-কর্মীদের।