যে বিল নিয়ে দীর্ঘদিনের বন্ধুর এলন মাস্কের সঙ্গে এত বিবাদে জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অবশেষে সেই ঝগড়া করার ফল পেলেন ট্রাম্প। অনেক টালবাহানার পর বড় সুন্দর বিল পাশ করাতে সক্ষম হলেন ডোনাল্ড ট্রাম্প।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেনটেটিভসে পাশ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’। মার্কিন সময় অনুযায়ী, শুক্রবার ভোর ৫টায় এই বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপরেই এই বিলটি আইনে পরিণত হল। মাস্ক-ট্রাম্প বিচ্ছেদ এই বড় সুন্দর বিলের কারণেই হয়েছিল।
গোটা বিষয়টিকে বিরাট রাজনৈতিক জয় হিসাবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই বিল নিয়ে চলল একেবারে টানটান লড়াই। এই হাড্ডাহাড্ডি লড়াই শেষেই অবশেষে মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গেল ওয়ান বিগ বিউটিফুল বিল। বৃহস্পতিবার মাত্র চার ভোটের ব্যবধানে বিল পাশ হয়েছে। এই বিল পাশের সঙ্গে আরও একবার স্পষ্ট হয়ে গেল মার্কিন রাজনীতিতে ট্রাম্পের দাপট।
মার্কিন কংগ্রেসে রিপাবলিকানরা ২১৮ ভোটে বিল পাশ করিয়ে নেয়, অন্যদিকে এই বিলের বিপক্ষে পড়েছিল ২১৪ ভোট। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এটা বড় জয়, কারণ এই বিলের জন্যই তিনি এলন মাস্কের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করতেও ২বার ভাবেননি। ২০১৭ সালে প্রথমবার ক্ষমতায় এসে ট্যাক্সে যে কাটছাঁট করেছিলেন, তাকেই স্থায়ী নিয়ম করল এই বিল। আমেরিকায় আসবে নতুন কর কাঠামো। একইসঙ্গে অনাবাসীদের দেশ থেকে তাড়ানোর যে উদ্যোগ নিয়েছেন ট্রাম্প, তার তহবিলও জোগাড় হয়ে গেল।
ট্রাম্পের এই বড় সুন্দর বিলটি চলতি সপ্তাহেই অনুমোদন করেছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। দ্বিতীয় দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ তথা হাউজ অফ রিপ্রেজেনটেটিভসে অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। বুধবার রাতভর এই বিল নিয়ে আলোচনা হয়েছে। তার পর প্রসিডিউরাল ভোট হয়। উল্লেখ্য, এই বিলে নিম্ন আয়ের ব্যক্তি এবং প্রতিবন্ধীদের জন্য ফেডারেল স্বাস্থ্যবিমা কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। ফলে ইতিমধ্যেই ওই বিল নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে আমেরিকা জুড়ে। যদিও ট্রাম্পের দাবি আমেরিকার সুরক্ষার জন্য এটা বড় পদক্ষেপ। ট্রাম্পের আশা, নতুন এই আইনের ফলে রকেট শিপের মতো উন্নতির পথে এগিয়ে যাবে আমেরিকা। বিল পাশ হয়ে যাওয়ার পর সকলকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।