সোমবার রাত থেকে টানা বৃষ্টি আর তার জেরে জলমগ্ন শহর কলকাতা। একাধিক জায়গায় জল জমেছে যার জেরে সমস্যায় সাধারণ মানুষ।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ মঙ্গলবার সকাল থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ধরা প্ড়ছে। জলযন্ত্রণার ছবি ধরা পড়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আলিপুর আবহাওয়া দফতরের কারণে আগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সোমবার রাত থেকেই ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাজুড়ে। সকাল থেকেই অফিস টাইমে কমে গিয়েছে যানবাহনের সংখ্যাও। ব্যাপক বৃষ্টির কারণে জল জমেছে টেকনোপলিস, নিউটাউন বাস স্ট্যান্ড এলাকাতেও। সকাল থেকেই ট্রাফিকের ভয়াবহ অবস্থা।
জল জমেছে এয়ারপোর্ট ঠনঠনিয়া কলেজ স্ট্রিট বিবি গাঙ্গুলি স্ট্রিটের মত বিভিন্ন জায়গায়। রাতভর এবং ভোরের দিকেও ভারী বৃষ্টির ফলে শিয়ালদহ শাখার বেশ কিছু স্টেশনে লাইনে জল জমার ঘটনা ঘটেছে। তার মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য ময়দানে নেমেছেন রেলের কর্মীরা। শিয়ালদহ মেইন শাখায় বেশির ভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় রেললাইনে বিভিন্ন জায়গায় জল জমার সমস্যা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে- আলিপুর ৪৫ মিলিমিটার, কাঁকুড়গাছি ৮০ মিলিমিটার, সল্টলেক/নিউ টাউন ৮৮ মিলিমিটার, ব্যারাকপুর ৯৩ মিলিমিটার, উত্তর কলকাতা শ্যামবাজার ৭৭ মিলিমিটার।
যদিও কলকাতা পুরসভার তরফে জল জমা নিয়ে নজরদারি চলছে। আধিকারিকরা সর্বক্ষণ সেদিকে নজর রেখে অতিরিক্ত জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। কিন্তু একটানা বৃষ্টিতে সেই কাজ বারবার বাধার মুখে পড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের জেরেই এই দুর্ভোগ। আজ এভাবেই ভারী বর্ষণ মাথায় নিয়ে দিনটা কাটবে বলে পূর্বাভাস। বুধবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকতে পারে। তারপর থেকে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার সেখানে দুর্যোগ বাড়বে। ওই দিনে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম— এই জেলাগুলিতে রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমানের দুই পার, হাওড়া ও হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।