শমীক ভট্টাচার্য বলেছিলেন দিলীপ ঘোষ সেলেবল নন। মঙ্গলবার শমীক ভট্টাচার্যের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে সেই দিলীপ ঘোষ বললেন, যার দাম আছে তাঁরই বিক্রির চর্চা হয়, যার দাম নেই সে পথের ধারে পরে থাকে।
সুচারু মিত্র,নিজস্ব প্রতিনিধিঃ- জল্পনা বিগত কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে দানা বাধছিল। দিলীপ ঘোষ কি এবার তৃণমূলে যোগদান করবেন ? খবর ছড়াচ্ছিল, দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপি শীর্ষ নেতৃত্বদের। মঙ্গলবার সব জল্পনার অবসান করলেন দিলীপ ঘোষ নিজেই।
সল্টলেকে বিজেপির কার্যালয়ে সদ্য ভারপ্রাপ্ত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে দিলীপ ঘোষ বলেন, দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। আমার মনে হয়, বিজেপির কর্মীরা যাদের মনের মধ্যে একটু দোলাচল এসেছিল, একটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে।
শমীক প্রসঙ্গে দিলীপ বলেন আমার আগে থেকে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আমার থেকে সিনিয়র লিডার। তিনি বলেছেন, সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমি স্লোগান দিয়েছিলাম, উনিশে হাফ, একুশে সাফ। একুশে সাফ হয়নি। যে টুকু বেঁচে গেছে ছাব্বিশে সাফ। আমি শমীকবাবুকে বলেছি, শুধু আমি নই, বিজেপির সমস্ত পুরনো কর্মীরা আপনার সাথে আছে। দিলীপবাবু বললেন, ‘শুধু আমি না, বিজেপির প্রত্যেক পুরনো কর্মী শমীকবাবুর পাশে আছি।’