কসবা ল’কলেজ নিয়ে কড়া পদক্ষেপ উচ্চশিক্ষা দফতরের। সূত্রের খবর, উচ্চ শিক্ষা দফতরের তরফ থেকে একটি ই-মেইল পাঠানো হয়েছে গর্ভনিং বডির সভাপতিকে। সেই হিসাবেই মঙ্গলবার গভর্নিং বডির বৈঠক বসে। বহিষ্কার ও বরখাস্ত করা সহ নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত।
নাজিয়া রহমান, সাংবাদিক- অবশেষে কসবা নিয়ে বড় পদক্ষেপ শিক্ষা দফতরের। সাত দফা নির্দেশিকা নিয়ে সাউথ ক্যালকাটা ল’কলেজকে চিঠি দিল উচ্চ শিক্ষা দফতর। কলেজ পরিচালন সমিতির সভাপতিকে একটি মেইল পাঠানো হয়েছে। চিঠিতে কসবাকাণ্ডে মূল অভিযুক্ত কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করার যেমন নির্দেশ রয়েছে তেমনি কলেজের বর্তমান দুই ছাত্রকে বরখাস্ত করার কথাও বলা হয়েছে। অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে বহিষ্কার করার কথাও উল্লেখ। আরও বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। যা আখেরে মেনে নিয়েছে কলেজ পরিচালন কমিটি।
শিক্ষা দফতরের তরফ থেকে যে নির্দেশগুলি দেওয়া হয়েছে বলে জানা গেছে, কসবাকাণ্ডে মূল অভিযুক্ত কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করতে হবে। কলেজের বর্তমান দুই পড়ুয়াকে বরখাস্ত করতে হবে।নিরাপত্তারক্ষীকে বহিষ্কার করতে হবে। কলেজের মধ্যে যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে সে নিয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তারক্ষীটি যে সংস্থার ছিল সেই সংস্থাকে শোকজ করতে হবে। কলেজে কলেজে যে বিশাখা কমিটি বা ‘ইন্টারনাল কমপ্লেন্ট’ কমিটি আছে তাদের নিয়ে বৈঠকে বসতে হবে। কলেজ টাইম শেষ হওয়ার পর কলেজে থাকা যাবে না। কলেজের নিরাপত্তা জোরদার করতে আরও সিসিটিভির প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এই বিষয়গুলির কার্যকারিতা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দিতে হবে উচ্চশিক্ষা দফতরের কাছে।