এই প্রতিবেদনে একটা আভাস দেওয়ার চেষ্টা করা হয় মাত্র। কোনও ব্যক্তির জন্ম সময় (যা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক পাওয়া কঠিন), সাল তারিখ দেখে সংশ্লিষ্ট সেই ব্যক্তির রাশি-লগ্ন-নক্ষত্র-গন ইত্যাদি বিচার করা হয়। এরপর গ্রহ নক্ষত্রগুলির অবস্থান এবং তাদের রাশি পরিবর্তন হলে ফলেরও পরিবর্তন হয়ে থাকে। সুতরাং সেইভাবে নিঁখুত বিচার করা এখানে সম্ভব নয়। তাই জাতক-জাতিকাদের রাশি অনুযায়ী সপ্তাহটি কেমন যেতে পারে, তার একটা আভাস দেওয়া হয় মাত্র।
প্রবীর মুখার্জী,সাংবাদিক
মেষ রাশি- কাজের চাপ থাকবে ঠিকই। তবে মাথা ঠান্ডা রেখে কাজ করলে সাফল্য আসবে। সহকর্মীদের সঙ্গে মতান্তরের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সাফল্যের সম্ভাবনা ফিফটি-ফিফটি। বিনিয়োগে বাধা নেই।
বৃষ রাশি- শরীর নিয়ে চিন্তায় থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিতে গতানুগতিক। সহকর্মীদের সদ্ভাব বজায় থাকবে। তবে গুপ্ত শত্রুর থেকে সাবধানে থাকবেন।
মিথুন রাশি- সপ্তাহটি মোটের ওপর শুভ। চাকরিতে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় সাফল্য অধরাই। প্রোমোটারি ব্যবসায়ীদের কাছে সপ্তাহটি মোটেও শুভ নয়।
কর্কট রাশি–খারাপ সময় পুরোপুরি কাটিয়ে উঠতে সময় লাগবে ঠিকই। তবে গ্রহ-নক্ষত্ররা কিন্তু আপনাকে একেবারে নিরাশ করবে না। ব্যবসায় লাভের সম্ভাবনা কম। কিন্তু, ধৈর্য ধরে থাকলে ভবিষ্যতে আপনিই লাভবান হবেন।
সিংহ রাশি- এই সপ্তাহটি মোটামুটি শুভই বলা চলে। বড় ধরনের বিনিয়োগ এখন না করাই ভালো। কর্মস্থলে কর্তৃপক্ষের সুনজরে থাকেন আপনি। সুতরাং আপনার পদোন্নতি আটকায় কে !
কন্যা রাশি- এই সপ্তাহে প্রতারিত হতে পারেন। অথবা আপনার টাকা খোয়া যেতে পারে। খোয়া যেতে পারে আপনার কোনও দামী জিনিসও। সাবধানে থাকবেন। ব্যবসায় বড় লাভের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে।
তুলা রাশি–ভাগ্যের দিক থেকে এই সপ্তাহটা কিন্তু, একেবারেই আপনাকে খুব সহায়তা করবে না। তবে ধৈর্য ধরে থাকুন। সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। সাফল্য কিন্তু, আপনার থেকে খুব একটি দূরে নেই। সামাজিক ও আর্থিক প্রতিপত্তি বৃদ্ধির যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি– কর্মস্থলে এই সপ্তাহে দূরে কোথাও বদলি হতে পারেন। বিদেশে চাকরির সুযোগও আসতে পারে। সুযোগের সদ্ব্যবহার করুন। পৈতৃক সম্পত্তি লাভের যোগ রয়েছে। আত্মীয়-স্বজনদের সঙ্গে বিবাদের সম্ভাবনা।
ধনু রাশি– প্রোমোটারি ব্যবসায়ীদের কাছে প্রবল সুসময়। তবে লোহার ব্যবসায়ীদের কাছে সময়টা কিন্তু, সুখকর নয়। সাবধানে থাকতে হবে। শেয়ার বা ফাটকায় লাভের সম্ভাবনা রয়েছে।
মকর রাশি- সপ্তাহটি কিন্তু ঘটনাবহুল। দীর্ঘদিন পর কোনও আত্মীয় বা বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা। লোহার ব্যবসায়ীদের কাছে সময়টা বেশ শুভ। লাভের সম্ভাবনা রয়েছে। লটারির টিকিট ভুলেও কাটবেন না। প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি- এই সপ্তাহে শরীর নিয়ে চিন্তায় থাকতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ব্যবসায় লাভ মোটামুটি। চাকরিতে গতানুগতিক। শেয়ার বা ফাটকায় লাভের সম্ভাবনা রয়েছে।
মীন রাশি- এই সপ্তাহে নতুন চাকরির সুযোগ আসতে পারে। যারা ইতিমধ্যেই চাকরি করছেন, তাদের পদোন্নতির যোগ রয়েছে। কথা-বার্তায় রাশ না টানলে আপনারই ক্ষতি হতে পারে। অযথা বিতর্কে না জড়ানোই ভালো।