বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হারের পর সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে সেই জয়ের পথ সহজ নয়। কারণ, ইতিহাস বলছে, এই মাঠে এখনও জেতেনি ভারত। তাই রেকর্ড বদলে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েই নামতে চলেছে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।
ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক- এজবাস্টনের উইকেট স্পিন সহায়ক হতে পারে—এই সম্ভাবনাকে মাথায় রেখেই একাদশে চমক দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে একমাত্র স্পিনার হিসেবে ছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও তিনি বিশেষ প্রভাব ফেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে তাই তাঁর সঙ্গী হতে পারেন চায়নাম্যান কুলদীপ যাদব। স্পিনের জোড়া আক্রমণেই ইংরেজ ব্যাটিং লাইনআপকে কুপোকাত করার ছক তৈরি হচ্ছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে কুলদীপের রেকর্ড যথেষ্ট আশাব্যঞ্জক। এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ৬টি টেস্টে ২১টি উইকেট নিয়েছেন তিনি। বোলিং গড় ২২.২৮ এবং স্ট্রাইক রেট ৩৮.৭। সেরা পারফরম্যান্স—৭২ রানে ৫ উইকেট। তাঁর রিস্ট স্পিন বারবার সমস্যায় ফেলেছে ইংরেজ ব্যাটারদের। অনেক প্রাক্তন ক্রিকেটার কুলদীপকে দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে অন্তর্ভুক্ত করার পক্ষেই মত দিয়েছেন।
যদিও একাদশ বাছাইয়ে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হচ্ছে ভারসাম্যের কথাও। কুলদীপ খেললে ২ জন বাঁ হাতি স্পিনার একসঙ্গে না খেলানোর সম্ভাবনাও রয়েছে। সে ক্ষেত্রে বিকল্প হিসেবে উঠে আসছে ওয়াশিংটন সুন্দরের নাম। অফ স্পিনের পাশাপাশি তাঁর ব্যাটিং দক্ষতাও দলের ভারসাম্যে সাহায্য করতে পারে। তবে ফর্ম ও অভিজ্ঞতার নিরিখে জাদেজাই এখনও এগিয়ে।
দ্বিতীয় টেস্টে কী হবে ভারতীয় কম্বিনেশন, শেষ সিদ্ধান্ত নেওয়া হবে টসের morning-এ। তবে একাধিক সূত্র বলছে, এজবাস্টনে নতুন ইতিহাস গড়তে স্পিনে বাজি খেলতে চলেছে টিম ইন্ডিয়া।