জুলাই মাসে ৩টি রাশির ব্যাপক উন্নতি। কল্পনাতীত সাফল্যের যোগ। হয়তো আপনি আছেন এই কোনও না কোন রাশিতে। দেখে নিন।
প্রবীর মুখার্জী, সাংবাদিক- মিথুন রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। এবার সেখানে প্রবেশ করতে চলেছেন সুখের রাশি বলেই পরিচিত শুক্র। আর দুই গ্রহের মিলনেই তৈরি হতে চলেছে গজলক্ষ্মী রাজযোগ। যার ফলে ৩টি রাশির জাতকদের আমুল পরিবর্তন আসতে চলেছে। ২৬ জুলাই মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র । অর্থাৎ তার পরেই মালামাল এই তিন রাশির।
দেখে নেওয়া যাক এই তিন রাশি কোনগুলি।
মেষ রাশি– কর্মস্থলে প্রভূত উন্নতির যোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসাতেও সাফল্যের যোগ। লোহার ব্যবসা হলে তো কথাই নেই। গাড়ির ব্যবসাতেও লাভ দারুন। প্রোমোটারি বা ইমারতের ব্যবসায়ীদেরও সাফল্যের যোগ রয়েছে। বিয়ের যোগাযোগ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। পড়াশোনাতেও সাফল্যের সম্ভাবনা।
বৃষরাশি–গৃহে শান্তি বজায় থাকবে। সুখ ও সমৃদ্ধির যোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মস্থলে পদোন্নতির যোগ। অপেক্ষাকৃত ভালো কোম্পানীতে কাজের যোগাযোগ হতে পারে। বিদেশেও চাকরির যোগ রয়েছে।
মকর রাশি–সব বাধা কেটে গিয়ে নতুন কাজের সুযোগ তৈরি হবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিতে সাফল্যের সম্ভাবনা রয়েছে। বদলির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সরকারি কাজে পদোন্নতির সম্ভাবনা। সামাজিক ক্ষেত্রেও সম্মান ও প্রতিপত্তি লাভের সুযোগ রয়েছে।
একই সঙ্গে আগামী ১৩ জুলাই শনি বক্রী হতে চলেছে। এর ফলে কর্কট-মীন ও বৃষ রাশির জাতকদের লাভ ত্বরান্বিত করবে। এমনিতেই ৬ জুলাই পূর্বফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে কেতু। ফলে বৃষ রাশি তো বটেই এমনকি তুলা ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কাছে সুসময় বলা যেতেই পারে। এছাড়াও জুলাই মাসেই বুধ ও রবির সংযোগে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। ফলে বৃষ-বৃশ্চিক-কর্কট রাশির জাতিকাদের অত্যন্ত সুসময়। অর্থাৎ দেখা যাচ্ছে বৃষ-বৃশ্চিক-কর্কট সহ অন্যান্য বেশকিছু রাশির জাতক-জাতিকারাও কোনও না কোনভাবে লাভবান হতে চলেছেন।