সোমবার থেকে খুলছে দক্ষিণ কলকাতা কসবা আইন কলেজ। আলিপুর আদালতের নির্দেশ মেনে খুলছে এই ল কলেজ। এই কলেজে এক ছাত্রীর সঙ্গে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। গোটা পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য আইন কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় গর্ভনিং বডির সদস্যরা। তবে আদালতের নির্দেশে এবার খুলছে এই আইন কলেজ। সম্ভবত সোমবার থেকেই শুরু হবে কলেজে পঠনপাঠন।
নাজিয়া রহমান, সাংবাদিক- দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। গোটা পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য এই কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় গর্ভনিং বডি। প্রায় সপ্তাহ খানিক হল বন্ধ রয়েছে কলেজের পঠন পাঠন। তবে এবার আলিপুর আদালতের নির্দেশে খুলতে চলেছে এই কলেজ। সোমবার থেকে খুলছে এই কলেজ। সম্ভবত এই দিন থেকেই শুরু হবে পঠনপাঠন। তবে কলেজে পঠনপাঠন শুরু হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে গার্ডরুম ও ইউনিয়ন রুম। নির্যাতিতা অভিযোগ করেন এই রুম দুটিতেই তাঁকে নির্যাতন করা হয়। তাই ওই রুম দুটি যেমন ঘেরা রয়েছে তেমনই থাকবে। এমন কি পুলিশও মেতায়েন থাকতে কলেজ চত্বরে বলে জানা গেছে। চলতি সপ্তাহে মঙ্গলবার কলেজের ঘটে যাওয়া ঘটনা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কলেজে বৈঠকে বসেন গভর্নিং বডির সদস্যরা। আগামী সোমবারও ফের একবার গভর্নিং বডির সদস্যরা বৈঠকে বসতে পারেন নলে জানা গেছে।
উল্লেখ্য, কসবা কলেজের নির্যাতিতা ছাত্রী অভিযোগ করেন ২৫ জুন তাঁর সঙ্গে কলেজে গণধর্ষণ করা হয়। ২৬ জুন পুলিশের কাছে অভিযোগ করেন। তারপর গণধর্ষণের ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করে। শিক্ষাক্ষেত্রে এই ধরণের ঘটনার প্রতিবাদের তোলপাড় রাজ্য-রাজনীতি। এই পরিস্থিতিতে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন কলেজের গভর্নিং বডি। তবে কসবার আইন কলেজ বন্ধ থাকায় বিস্ময় প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান “আমি খানিকটা বিস্মিত। ক্যাম্পাসে পঠনপাঠন চালু থাকারই কথা। আশা করছি, ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে।” এরপর সাউথ ক্যালকাটা ল কলেজের পঠনপাঠন বন্ধ কেন? কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, শিক্ষামন্ত্রীর প্রশ্নের উত্তরে কলেজ কর্তৃপক্ষ জানায় যে তদন্তের স্বার্থে পুলিশ কলেজ ক্যাম্পাসকে সিল করে রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই পঠনপাঠন চালু করা হবে। এবার আদালতের নির্দেশমত পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী সোমবার থেকে খুলছে কলেজ, সম্ভবত সেদিন থেকেই শুরু হতে চলেছে কলেজে পঠনপাঠন।
প্রসঙ্গত, এই ঘটনার পর কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে এই কলেজের পরিচালন সমিতি। শিক্ষা দফতরের সুপারিশ মতই বেশ কিছু কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের মধ্যে নিরাপত্তা বাড়াতে আরও সিসিটিভি বসানো হবে। বহিরাগত যাতে কলেজে প্রবেশ না করে সেদিকে নজর দেওয়া হবে। কলেজের পড়ুয়াদের আই কার্ড দেখিয়ে প্রবেশ করতে হবে। পাশাপাশি এগিয়ে আনা হল কলেজের সময়। আগে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত কলেজ খোলা থাকত । এখন সকাল ৭টা থেকে বেলা ২ পর্যন্ত কলেজ খোলা থাকবে। কলেজ শেষে কোনও পড়ুয়া কলেজের মধ্যে থাকতে পারবে না।