আর চিকিৎসা করতে পারবেন শান্তনু সেন। ২ বছরের জন্য তাঁর রেজিস্ট্রেশন বাতিল করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ তাঁর বিরুদ্ধে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ বিস্ফোরক অভিযোগ শান্তনু সেনের বিরুদ্ধে। যার জেরে আগামী ২ বছর আর চিকিৎসা করতে পারবেন না শান্তনু। বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠিয়েছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। আর শান্তনু সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন ফলে তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হল কাউন্সিলের তরফে। আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে রেজিস্ট্রেশন, ফলে চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন।
একদিকে রেডিওলজস্ট এবং অন্যদিকে রাজনৈতিক নেতা হিসাবে পরিচিত শান্তনু সেন। দীর্ঘকাল প্র্যাকটিস করেছেন তিনি। এমবিবিএস ডিগ্রির পাশাপাশি তাঁর আরও কিছু ডিগ্রি রয়েছে। তার মধ্যে অন্যতম ছিল গ্লাসগো থেকে পাওয়া একটি সাম্মানিক ডিগ্রি। নিজের নামের সঙ্গে শান্তনু সেন সেই ডিগ্রি ব্যবহার করতেন। আর এই ডিগ্রির বিষয়েই তাঁর থেকে জানতে চায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কিন্তু অভিযোগ, এথিক্স কমিটি তাঁকে বারবার তলব করলেও তিনি হাজিরা দেননি, ব্যাখ্যাও দেননি। সেই কারণে শেষমেশ ২ বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করে তাঁকে সাসপেন্ড করা হল। এমনই জানিয়েছেন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডাক্তার সুদীপ্ত রায়।
কাউন্সিলের বক্তব্য, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই ‘এফআরসিপি গ্লাসগো’ নামে এই বিদেশি ‘ডিগ্রি’ ব্যবহারের অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিস ধরিয়েছিল কাউন্সিল। অভিযোগ এই ডিগ্রির কথা কাউন্সিলকে জানাননি শান্তনু। ওই ডিগ্রির ব্যাপারে জানতে গ্লাসগোতে কাউন্সিলের তরফে একটি মেলও করা হয়েছিল যেখানে জানতে চাওয়া হয়েছিল, যাঁদের এই ডিগ্রি রয়েছে, তাঁরা প্র্যাকটিস করতে পারেন কি না। কিন্তু মেলের এখনও কোনও উত্তর আসেনি বলেই জানিয়েছে কাউন্সিল। তবে কাউন্সিলের এই সিদ্ধান্তের পর শান্তনু কি আর ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন? জবাবে এক আধিকারিক বলেন, ‘‘তা-ই তো উচিত।’’
যদিও এই সিদ্ধান্তকে মুখ বুজে মেনে নিচ্ছেন না শান্তনু সেন। তিনিও সরব হয়ে জানিয়েছেন কাউন্সিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে তলব করেছে, কোথাও কোনও অনিয়ম হয়নি। মেডিক্যাল কাউন্সিল প্রতিহিংসামূলক আচরণ করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এফআরসিপি ডিগ্রি নিয়ে শান্তনুর সাফাই হল, এই ডিগ্রি সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়। মেডিক্যাল কাউন্সিলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শান্তনু সেন জানিয়েছেন, তাঁর সঙ্গে কথা না বলে, ব্যাখ্যার সুযোগ না দিয়েই এই রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে যা মোটেই কাম্য নয়। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।