অবশেষে রাজ্য সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা করলো রাজ্য বিজেপি। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিলো দেশের প্রায় বেশিরভাগ রাজ্যেই যখন বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন পর্ব সেরে ফেলেছে, তখন পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি কেন এখনো সেটা করতে পারলো না। তবে এবার অবশেষে সেই সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ বিজেপি।
সুচারু মিত্র, সাংবাদিক- সুকান্ত মজুমদার পরবর্তী পর্যায়ে কে হবেন দলের রাজ্য সভাপতি জারি হয়ে গেল মনোনয়নের বিজ্ঞপ্তি। ২ তারিখ রাজ্য বিজেপির সল্টলেক অফিসে হবে মনোনয়ন প্রক্রিয়া। মনোনয়ন পত্র জমা পড়বে বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদের কাছে, কারণ সম্প্রতি দিল্লি বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বেছে নেওয়ার জন্য তাকে নির্বাচনী অফিসার হিসাবে নিয়োগ করেছে। যদিও সূত্রের খবর লড়াইয়ে অনেক নাম থাকলেও শমিক ভট্টাচার্যের দিকেই পাল্লা ভারী। প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপির রাজ্য সভার সাংসদ শমিক ভট্টাচার্য বহুদিন ধরেই দলটা করছেন ,তার সাংগঠনিক দক্ষতাও অত্যন্ত জনপ্রিয়। আর সে কারণেই তার পাল্লা ভারী।
যদিও জ্যোতির্ময় সিং মাহাতো ,অগ্নিমিত্রা পালের নাম ও চর্চায় রয়েছে। ৩ তারিখে সায়েন্স সিটি অডিটোরিয়ামে নতুন রাজ্য সভাপতিকে স্বাগত জানাবে রাজ্য বিজেপি।২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সভাপতি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের রাজ্য সভাপতি,তাই তাকে পুনরায় আবার রাখা হবে কিনা সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ,তবে কেন্দ্রীয় নেতৃত্ব যাকে নির্দেশ করবে রবিশঙ্কর প্রসাদ সেই মতই ত্বরান্বিত করবেন সভাপতি বাছাইয়ের প্রক্রিয়াটিকে।৩ তারিখ দুপুর ১:৩০ নাগাদ বিজেপির নতুন রাজ্য সভাপতি কে তার ঘোষণা হবে বলেই বিজেপি সূত্রে খবর।