ব্রাজিলে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন পঞ্চদেশীয় সফরে বেরিয়ে তাতে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের রিও শহরে মডার্ন আর্ট মিউজিয়াম ঘুরে দেখার পরেই ব্রিকস শীর্ষ সম্মেলনে গিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী। সেই মঞ্চ থেকে আরও একবার সন্ত্রাসবাদ নিয়ে সর্ব হলেন মোদি।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ ব্রিকস সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় অনুযায়ী শনিবার বিকেলে ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিও ডি জেনেরিওর গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। এই নিয়ে চতুর্থবার ল্যাটিন আমেরিকার এই দেশটিতে পা রাখলেন মোদি। ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি রাজধানী ব্রাসিলিয়াতেও যাবেন বলে জানা গিয়েছে। ব্রাজিলে পৌঁছে মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “ব্রিকস সম্মেলনে যোগ দিতে আমি রিও ডি জেনেরিওতে পৌঁছে গিয়েছি। পাশাপাশি, প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভার আমন্ত্রণে আমি রাজধানী ব্রাসিলিয়াতেও যাব।” ব্রাজিল পৌঁছতেই মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সেদেশে বসবাসকারী ভারতীয়রাও।
সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আরও একবার কড়া ভাষায় পাকিস্তানকে কড়া জবাব দিলেন মোদি। তিনি বলেন, “ ভারত সন্ত্রাসবাদের শিকার আর পাকিস্তান সন্ত্রাসবাদের সমর্থক। আক্রান্ত ও সমর্থককে কখনই একই পাল্লায় বিচার করা যায় না। যারা ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্যপূরণের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও কথা বলে না, তাদের তীব্র ধিক্কার জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও বলেন, “চুপ থেকে জঙ্গিদের সম্মতি দেওয়া গ্রহণযোগ্য নয়। ভারত একাধিকবার প্রমাণ দিয়েছে যে জঙ্গিদের আশ্রয় দিয়ে পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি বলে চালাচ্ছে।”
একইসঙ্গে তিনি গ্লোবাল সাউথের পক্ষেও সওয়াল করেন। পিস অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড রিফর্ম অব গ্লোবাল গভর্ন্যান্স শীর্ষক আলোচনায় তিনি বলেন যে বর্তমানে গ্লোবাল সাউথের কণ্ঠ সবথেকে গুরুত্বপূর্ণ। গ্লোবাল সাউথকে সেই জায়গা দেওয়া উচিত”। ব্রিকস সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী দাবি করেন যে, দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলির প্রতি তীব্র বঞ্চনা হচ্ছে। যদিও এই দেশগুলি বিশ্ব কূটনীতির ময়দানে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন, বিভিন্ন আন্তর্জাতিক জোট বা গোষ্ঠীগুলিতে এই দেশগুলির প্রতিনিধিত্ব থাকা জরুরি।
এর পাশাপাশি শান্তি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের প্রতি ভারতের অবস্থানের কথাও স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ব্রিকসের তরফেও পহেলগাঁওতে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। এরই সঙ্গে সব রকমের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকারও করেছেন রাষ্ট্রপ্রধানরা।