আলিপুরদুয়ারে বিজয় সংকল্প সভার পর ফের রাজ্যে প্রধানমন্ত্রী কে দিয়ে সভা করতে চলেছে বিজেপি। ১৮ জুলাই দুর্গাপুরে বিজয় সংকল্প সভা নরেন্দ্র মোদীর।
সুচারু মিত্র, সাংবাদিক- লক্ষ্য ২০২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। বিজয় সংকল্প সভা দিয়ে শুরুটা করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে বিজয় সংকল্প সভা করে যাওয়ার পর কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক করে গিয়েছেন অমিত শাহ। আর এবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দুর্গাপুরে ১৮ জুলাই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রথমে ঠিক ছিল দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন মোদী, তবে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় দমদমে নয়, সভা হবে দুর্গাপুরে। আর সেখান থেকে আবারও তৃণমূলের বিরুদ্ধে কি বার্তা দেন- বিজেপির সর্বোচ্চ নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিকে তাকিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব।
সবে মাত্র রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। আর নতুন রাজ্য সভাপতি হওয়ার পরেই বাংলা সফরের ঝাঁঝ আরও বাড়িয়ে দিয়েছেন মোদী। বিজেপি সূত্রে খবর ২৫ টি বিজয় সংকল্প সভা বাংলাতে করবেন নরেন্দ্র মোদী। আর ২৫ টি করবেন অমিত শাহ, মোট ৫০ টি। তবে এই ৫০ টি ছাড়াও কেন্দ্রীয় অন্যান্য নেতৃত্ব বর্গও নিয়ম করে বাংলায় আসবেন এবং বিজয় সংকল্প সভা করবেন, আসল লক্ষ্য বাংলায় বিজেপির সরকার গঠন করা। আর তার জন্যই লাগাতার বঙ্গ সফর থাকবে মোদী এবং শাহের।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই সভাকে সফল করবার জন্য বিজেপি সাত সদস্যের কমিটি গঠন করেছে। সেই কমিটি দ্রুত ফিল্ড ইন্সপেকশন শেষ করে রিপোর্ট পৌঁছে দেবে প্রধানমন্ত্রীর দফতরের কাছে। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে রাজ্য বিজেপিও প্রস্তুতি নিতে শুরু করেছে এখন থেকেই।