কোথায় দিলীপ ঘোষ ? প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে দেখা যাচ্ছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে, নিজের মত করে জনসংযোগ করতে দেখাও যাচ্ছে, কিন্তু এখনও নতুন রাজ্য সভাপতির সঙ্গে এক মঞ্চে দেখা গেল না কেন ? দিলীপ ঘোষ কি তাহলে অন্য পথে পা বাড়ালেন ? শনিবার এই সব জল্পনার উত্তর দিলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সুচারু মিত্র, সাংবাদিক- দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিন সস্ত্রীক উপস্থিত হয়ে বিতর্ক তৈরি করেছিলেন দিলীপ ঘোষ। এরপর একের পর এক বিজেপি নেতা দিলীপ ঘোষের এই সিদ্ধান্তকে নিয়ে মন্তব্যও করতে শুরু করেছিলেন। আবার তাদেরকে পাল্টা জবাব দিচ্ছিলেন দিলীপ ঘোষ। বার বার মনে করিয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন রাজ্যে বিজেপির কি উত্থান হয়ছিল। কিন্তু এত কিছুর পরেও দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক পিছু ছাড়েনি।
শমীক ভট্টাচার্য যে দিন রাজ্য সভাপতি হন, সে দিনও বিজেপির নতুন সভাপতির সংবর্ধনা সভায় ডাক পাননি দিলীপ ঘোষ, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। আর এবার দিলীপ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানালেন দিলীপ ঘোষ বিজেপিতেই আছে, তাহলে ফিরে আসবার প্রশ্ন আসছে কেন ? দিলীপ দা যাবেন কোথায় ? দল তাকে নির্দিষ্ট সময়ে সঠিক কাজে লাগাবে এবং দল কি করবে সেটা দল জানে।
দিলীপ ঘোষ ছিলেন, আছেন এবং থাকবেন বলেই সাংবাদিক বৈঠকে শনিবার মুরলিধর সেন লেনে মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য। দিলীপ ঘোষ কে নিয়ে মাসখানেক ধরেই জল্পনা তুঙ্গে উঠছিল, তাহলে কি তৃণমূলেই চলে যেতে চাইছেন দিলীপ ঘোষ?… সেই জল্পনার মাঝে আবারও বিজেপিতে দিলীপের অবস্থান কি হবে বা তার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ইঙ্গিত দিলেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এমনিতেই দিলীপ ঘোষের সঙ্গে শমীকের সম্পর্ক বরাবরই ভালো, এমনকি রাজ্য সভাপতি হিসাবে নাম ঘোষণার পরেই শমীক ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করেন দিলীপ ঘোষ। তাহলে কি শমীকের জামানায় দিলীপকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে বিজেপি ? বলে দেবে পরবর্তী সময়।