গত এপ্রিলে চলচ্চিত্র নির্মাতারা এবং পরিচালকদেরদের কাজে টেকনিসিয়ানদের হস্তক্ষেপ নিয়ন্ত্রণের জন্য কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন টলিউডের একঝাঁক পরিচালক, যার অন্যতম প্রধান মুখ ছিলেন অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। আর বোধহয় এরই ফল ভোগ করতে হচ্ছে তাঁকে, কারণ তাঁর মিউজিক ভিডিও শুটিং বয়কট করেছেন টেকনিসিয়ানরা।
মৌসুমী সাহা, সাংবাদিক- পূর্ব ভারতের সিনে টেকনিসিয়ান এবং শ্রমিক ফেডারেশন অনির্বাণ ভট্টাচার্য সহ অনেকের বিরূদ্ধে অসহযোগিতা করছে বলে এমন অভিযোগে উঠেছে। এর পরিপ্রেক্ষিতেই অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন তাঁর মিউজিক ভিডিওর কাজ করা যাচ্ছে না, তিনি বার্তা দিয়েছিলেন কিন্তু মেলেনি কোন উত্তর।অনির্বাণ আরো বলেন এই লড়াইতে তিনি হেরে যাবেন না, চালিয়ে যাবেন এই লড়াই, কেন না এটা সম্মানের লড়াই।
১ মে ফেডারেশনের একটি সভায় হাইকোর্টে মামলায় জড়িতদের বিরূদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ১৩ মে প্রযোজনা সংস্থা SVFকে অসহযোগিতা করার সিদ্ধান্ত জানানো হয়েছিল বলে অভিযোগ। বিশেষ করে অনির্বাণ ভট্টাচার্যকে লক্ষ্য করে একথা বলা হয়। ১৪ মে তাই তাঁর মিউজিক ভিডিও শুটিং বয়কট করেন টেকনিসিয়ানরা।
তবে হাল ছাড়ার পাত্র অনির্বাণ ভট্টাচার্য নন। তিনি জানিয়েছেন যে তিনি চেষ্টা করবেন যাতে তাঁর কাজটি বাস্তবায়ন হয়। আদালতে আরো বিস্তারিত জানাবেন তিনি। আপাতত “রঘু ডাকাত “ছবিতে কাজ করছেন তিনি। সঙ্গে রয়েছে আরো বেশ কয়েকটি প্রকল্প। তবে ফেডারেশনের এই অসহযোগিতার কারণে তিনি কলকাতা ছাড়বেন না, এমনটাই দৃঢ়ভাবে জানিয়েছেন অনির্বাণ।