আগামী ৯ই আগস্ট আরজিকর কাণ্ডের এক বছর আর সেই দিনেই রাজ্যবাসীকে ফের পথে নামার আহবান জানালেন তিলোত্তমার মা বাবা।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ ৯ই আগস্ট মেয়েকে চিরতরে হারিয়ে ফেলার এক বছর। এই এক বছরে কি অপরিসীম যন্ত্রণা তাঁরা ভোগ করেছেন তা ভাষায় প্রকাশ করা যায়না। আর এই দিনেই রাজ্যবাসীকে ফের পথে নেমে প্রতিবাদের আগুন জ্বালানোর আহবান জানালেন তাঁরা। এর পাশাপাশি হবে নবান্ন অভিযানও।
গত বুধবার কসবা কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিল থেকেই নবান্ন অভিযানের ডাক দেন তিনি। জানান রাজনৈতিক পতাকা ছাড়াই এই অভিযান হবে। গত শনিবার সোদপুরে নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন শুভেন্দু, তিলোত্তমার মা-বাবাকে পাশে নিয়ে ফের এই নবান্ন অভিযানের কথা জানান তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়েই শনিবার এই কর্মসূচির কথা ঘোষণা করেন আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা ।
নিহত চিকিৎসকের বাবা বলেন, “সরকারি প্রতিষ্ঠানের কর্মস্থলে গিয়ে আমার মেয়ের নির্মম পরিণতি হয়েছিল । সেই ঘটনার এক বছর হতে চলল । তারপরেও আমরা ন্যাজয় বিচার পাইনি । সরকারের থেকে ন্যা য় বিচার ছিনিয়ে আনতে মেয়ের মৃত্যুর বর্ষপূর্তির দিন আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি । নিরস্ত্র অবস্থায় সেদিন আমরা শান্তিপূর্ণ নবান্ন অভিযান করব । পুলিশ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে বুঝতে হবে, রাজ্যস সরকার এই ঘটনায় সুবিচার দিতে চায় না । এই নবান্ন অভিযানে রাজ্যে র সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। এই ঘটনার দায় কোনওভাবেই রাজ্যন সরকার এড়াতে পারে না ।স্বাস্থ্যসচিবও তার দায় ঝেড়ে ফেলতে পারে না । প্রায় এক বছর ধরে আমরা সুবিচারের দাবিতে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি । রাত দখল, এলাকায় এলাকায় কর্মসূচি সবকিছুই হয়েছে । তারপরেও সুবিচার মেলেনি । তাই, সরকারের উপর চাপ তৈরি করতে আগামী ৯ই আগস্ট নবান্ন অভিযান করব আমরা । সরকারকে বোঝানোর সময় এসেছে তাঁরা তাঁদের দায়িত্ব ঠিক মতো পালন করছে না । আন্দোলনের মাধ্যমে মানুষই তা বুঝিয়ে দিতে পারে সরকারকে ।”
এখানেই শেষ নয়, গত বছর ১৪ই আগস্ট রাত দখল কর্মসূচী হয়েছিল। মহিলারা রাত জুড়ে প্রতিবাদ করেছিলেন। এই ১৪ই আগস্ট আরও একবার রাত দখলের ডাক দেওয়া হয়েছে। নির্যাতিতার বাবা জানিয়েছেন, “সমস্ত রাজ্যবাসীকে আমরা উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। গত ১৪ আগস্ট কোটি কোটি মানুষ রাত দখলে নেমেছিলেন। সমাজকে পরিবর্তন করতে আবার আগামী ১৪ই আগস্ট মানুষ যেন পুনরায় রাত দখলে রাস্তায় নামেন। সরকারকে বুঝিয়ে দিতে হবে অন্যায় করছে। সরকারের উপর চাপ না রাখলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। কসবার ল-কলেজের নির্যাতিতা ছাত্রীর আমরা পাশে আছি। প্রয়োজনে আইনি অভিজ্ঞতা ভাগ করে নেব।”