বেশ লম্বা বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেও ভোটব্যাঙ্কের দিকে নজর দিতে ভুল হল না তাঁর। বিদেশের বাতাসে মিশিয়ে দিলেন এক টুকরো বিহারের গন্ধ। শুক্রবার ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ-টোব্যাগোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরকে বিহার কি বেটি বলে সম্বোধন করলেন মোদি।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ বৃহস্পতিবার ত্রিনিদাদ এবং টোব্যাগোয় পা রেখেছেন মোদি। তিনি পৌঁছতেই ত্রিনিদাদ-টোবাগোর জন্মসূত্রে ‘বিহারি’ প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসর স্বাগত জানান তাঁকে। এখানে তিনি দুদিনের সফরে এসেছেন। আর মোদিকে কমলার স্বাগত জানানোর সময়েই তাঁকে প্রধানমন্ত্রী বলেন, আপনি তো বিহার কি বেটি। সেদেশের প্রধানমন্ত্রীকে সটান ‘বিহার কি বেটি’ বলে সম্বোধন করে তিনি মনে করিয়ে দিয়েছেন, এই ক্যারিবিয় দেশের সঙ্গে ভারতের নাড়ির টান রয়েছে। উল্লেখ্য, শুধু প্রধানমন্ত্রীই নন, ত্রিনিদাদ-টোব্যাগোর বহু মানুষের শিকড় রয়েছে বিহারে। সেকথা মাথায় রেখেই মোদির বক্তব্যে উঠে এল দুদেশের সাংস্কৃতিক যোগাযোগ ও একাত্মতার কথাও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, সাংসদ এবং বিশিষ্টজনেরা। স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও ভারতীয় পৌরাণিক চরিত্রদের পোশাকে সাজা মানুষের উপস্থিতি গোটা পরিবেশকে করে তোলে বর্ণময়। পরে এক্স হ্যান্ডেল পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “পোর্ট অব স্পেনে পৌঁছালাম। প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসর এবং মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ। এই সফর দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে।”
রাজধানী পোর্ট অফ স্পেনে ৪ হাজার প্রবাসী ভারতীয়র উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, “কমলাজির পূর্বপুরুষরা বিহারে বক্সারের বাসিন্দা ছিলেন। তাই সকলে তাঁকে ‘বিহার কি বেটি’ বলে সম্বোধন করেন। কমলাজি নিজেও বিহারে গিয়েছেন। এখানেও আজ যাঁরা বসে রয়েছেন তাঁদের অনেকেরই শিকড়ের টান রয়েছে বিহারের সঙ্গে।” তিনি আরও বলেন যে, “ভারত গণতন্ত্রের জন্মদাতা। আমাদের জন্য এটা কোনও সিস্টেম নয়। সংস্কার। ভারতে আড়াই হাজারেরও বেশি রাজনৈতিক দল রয়েছে। যার মধ্যে ২০ রাজনৈতিক দল, ২০টি ভিন্ন রাজ্যের প্রশাসনিক দায়িত্বে রয়েছে। এছাড়াও ২২টি সরকার অনুমোদিত ভাষা রয়েছে, যাদের আবার হাজারের বেশি বাচনভঙ্গি’’। এছাড়াও, এই ভাষণ পর্ব থেকে ঘানার সাংসদ-মন্ত্রীদের ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
কিন্তু আচমকা বিদেশে বিহার স্মরণ কেন মোদির? খুব সহজ উত্তর। চলতি বছরের শেষেই বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন। সেকারণেই বিদেশ সফরেও বিহারকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই মনে করছে রাজনীতির দুনিয়ার অনেকেই।