মনোজিত মিশ্র এই নামটা এই মুহূর্তে গোটা কলকাতা জেনে গিয়েছে। কসবা ধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই মনোজিত। তার এক বিশেষ বান্ধবীর সঙ্গে যোগাযোগ করেছিল আর প্লাস নিউজ। সেই কথোপকথনে উঠে এলো এক চমকপ্রদ তথ্য।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: একাধিক মেয়ের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল এই মনোজিত। ঠিক একই সময়ে তার সাথে এক তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি কিভাবে আছেন এই অবস্থায়? কিভাবে সামলাচ্ছেন সব কিছু? সেই গোটা বিষয়টা জানতে চেয়ে আর প্লাস যোগাযোগ করেছিল সেই বান্ধবীর সঙ্গে।
ফোনে পাওয়া যাচ্ছে না তাকে। নেই হোয়াটস অ্যাপেও। যোগাযোগের উপায় বলতে শুধু মাত্র এসএমএস। সেই মাধ্যমেই যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে এবং সেখানেই এল উত্তর। আর প্লাসের পক্ষ থেকে জানতে চাওয়া হয় মনোজিতকে কি ফাঁসানো হল? তিনি এবং তার পরিবার কিভাবে এই পরিস্থিতি এবং এত প্রশ্ন সামলাচ্ছেন? মনোজিত সম্পর্কে এত অভিযোগ, তিনি কি কিছুই টের পাননি? তিনি জানান যেহেতু এই বিষয়টা এই মুহূর্তে আদালতে বিচারাধীন তাই তিনি কোন কথা বলবেন না এই বিষয়ে, যা বলার আদালতে বলবেন কিংবা আদালতই যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।
এই তরুণীর কাছেও এই পরিস্থিতি যথেষ্ট লজ্জার। তিনি তার কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এরকম এক ঘটনায় মনোজিতের সঙ্গে পরোক্ষ ভাবে তার নামটাও জড়াচ্ছে। প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে এবং তার পরিবারকেও। যার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন সেই মনোজিত অন্য এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এবং সে রাজি না হলে তাকে ধর্ষণ করছে এবং এই ঘটনা প্রথম বার নয়, এর আগে মনোজিত একাধিক বার একাধিক তরুণীকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ, মনোজিতের সেই বিশেষ বান্ধবী কি জানতেন এসব? নাকি জানতেন না? সেই উত্তর যদিও অধরা।
ঘটনার দিন অসুস্থ হয়ে পড়লে, ইনহেলার দিয়ে, তাঁকে সুস্থ করে, ফের যৌন নির্যাতন চালানো হয়। এর থেকেই বোঝা যাচ্ছে অভিযুক্তরা কতটা বেপরোয়া ছিল। এখানেই শেষ নয়, ২০২৩ সালে কলেজের একটি পিকনিকে গিয়ে একজন মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল মনোজিত। ওই পিকনিকে মদ্যপানের আসর বসিয়েছিল ওই ছাত্রনেতা। তবে সেখানে ছিলেন না ছাত্রীটি। কিছুক্ষণ পরে তাঁকে একটি ঘরে ডেকে নিয়ে যায় মনোজিত। ঘরে কোনও আলো ছিল না। ঘরে ঢুকতেই পিছন থেকে বন্ধ করে দেয় কেউ। পিছন ফিরে দেখেন মনোজিতই মত্ত অবস্থায় দরজার ছিটকিনি বন্ধ করে নিজের জামার বোতাম খুলতে শুরু করেছে। ফলে প্রশ্ন উঠছে কিছুই কি জানতেন না মনোজিতের এই বিশেষ বান্ধবী?