দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান। ১ জুলাই জন্মদিন অভিনেত্রীর। তবে এই বিশেষ দিনে বেশ মন খারাপ অভিনেত্রীর। কেন মন খারাপ অভিনেত্রীর ? জন্মদিনে বিশেষ কাউকে কি মিস করছেন জয়া ?
জুলেখা নাসরিন, সাংবাদিক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন দুই বাংলার অগনিত দর্শকের হৃদয়। ১৯৭২ সালের ১ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন জয়া। সেই মতো আজ ১ জুলাই সুতরাং অভিনেত্রীর জন্মদিন। ক্যালকুলেটর বলছে ৫৩ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। কিন্তু কে বলবে জয়ার বয়স পঞ্চাশ পেরিয়েছে। হেসেখেলে তিনি গোল দেবেন যেকোনও বছর ত্রিশের যুবতীকে।
পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’ প্রচারের জন্য বর্তমানে কলকাতায় রয়েছেন জয়া। ‘ডিয়ার মা’ ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সী প্রমুখ। একই সঙ্গে ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। শহর কলকাতাতেই চলছে ছবির শুটিং। ফলে প্রচার আর শুটিং নিয়ে এই মুহূর্তে চরম ব্যস্ত অভিনেত্রী।
এই প্রথম জন্মদিনে কলকাতায় জয়া। স্বাভাবিক ভাবেই তাঁর মনখারাপ মায়ের জন্য। অভিনেত্রী জানান, ‘তাঁর জন্মদিনে মা তাঁকে লুকিয়ে অনেক আয়োজন করতেন। একাধিক প্ল্যান থাকত তাঁর মায়ের। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে যেতেন। তাই আজ বিশেষ দিনে মায়ের কথা খুব মনে পড়ছে।’ উল্লেখ্য অভিনেত্রীর জন্মদিনে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করা হয়েছিল ‘ডিয়ার মা’ খ্যাত অভিনেত্রীর জন্য। সেখানে ছিল জয়ার পছন্দের গুড়ের পায়েস। যদিও অভিনেত্রী জানিয়েছেন, মঙ্গলবার দিনটা তাঁর কাজ করেই কাটবে। তবে জন্মদিনে এত সুন্দর আয়োজনের জন্য ‘ডিয়ার মা’ টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ‘এই আয়োজন সারা জীবন মনে রাখব’, মন্তব্য জয়ার।
বাংলাদেশের অভিনেত্রী জয়া তাঁর অনবদ্য অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে জয় করে নিয়েছেন দুই বাংলার অগণিত দর্শকের হৃদয়। অভিনয়ের পরিধি পেরিয়ে তিনি হয়ে উঠেছেন প্রেরণা, এক নতুন সংস্কৃতির প্রতিনিধি। তাই তো তিনি কখনও ‘মেঘনা’ আবার কখনও বা ‘বিজয়া’ বারবার ফিরে এসেছেন দর্শক হৃদয়ে।