ওয়েব ডেস্ক: বরের সঙ্গে বেশ আনন্দেই দিন কাটছে এই অভিনেত্রীর।
বিয়ের পর থেকে বেশিরভাগ সময়টাই প্রিয়াঙ্কা কাটিয়েছেন তাঁর স্বামী নিকের সঙ্গে।
মাঝে কিছুদিনের জন্য ভারতে আসতেন নায়িকা, সোনালী বোসের ‘স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার শুটিং-এ।
বাকি সময়টা কখনও ভ্রমণে, কখনও বা জয়ী জোনাসের বিয়েতে, কখনও বা একে অপরেই মেতে আছেন তাঁরা।
জোনাস কাপলের রবিবারটা যে দারুণ কাটল সেটা বলে দিল ‘মেরি কম’ -এর নায়িকার ইন্সটাগ্রাম হ্যান্ডেলই।
সাদা রঙের একটি সুইমস্যুটে প্রিয়াঙ্কাকে দেখা গেল সুইমিংপুলের ধারে সময় কাটাতে।
তাস্কানি রোদ ও জলে সুইমস্যুটে নিজেকে সিক্ত করলেন প্রিয়াঙ্কা। সঙ্গে অবশ্যই আছেন হাবি নিকও। তিনিই তো ছবিগুলি তুলেছেন। জানালেন খোদ নায়িকাই।