Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • কালীঘাটের সামনে চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা। বিক্ষোভকারীদের পুলিশি ধরপাকড়।
  • মাঝারি মাত্রার ভূমিকম্প মণিপুর,মেঘালয়-সহ আশপাশের এলাকায়। কম্পন অনুভূত হয় বাংলাদেশেও। রিখটার স্কেলে কম্পের মাত্রা ছিল ৫.২।
  • পশ্চিম মেদিনীপুরের মোগলমারি এলাকা দুর্ঘটনা। আহত ৭ জনের ৩ জনের অবস্থা গুরুতর।
  • সুন্দরবনের ফ্লাড শেল্টারগুলি পরিষ্কার-পরিচ্ছন্নের তোড়জোড়। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং।
  • জোড়া খুন মেমারিতে। গলার নলি কেটে খুনের পর দম্পতির দেহ বাড়ির বাইরের রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ।
  • বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।আলিপুরদুয়ারে জনাসভায় জনসভায় অংশ নেবেন নরেন্দ্র মোদী।
  • ধাক্কা খেল স্পেসএক্সের স্টারশিপ প্রোগ্রাম। নবম পরীক্ষামূলক উৎক্ষেপণের ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ হারায় রকেট। ভেঙে পড়ে ভারত মহাসাগরের উপর।
  • শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, হুগলিতে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০-১১০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। 
  • বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে।
  • বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। বৃহস্পতি-শুক্রবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা।
  • শক্তি বেড়েছে নিম্নচাপের। বুধবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে।
  • উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু।
  • New Date 2025-5-28
  • New Time 09:45:51 AM
১০ টি ব্যাঙ্ককে সংযুক্তিকরন ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

30
August 2019

১০ টি ব্যাঙ্ককে সংযুক্তিকরন ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

ওয়েব ডেস্ক: অর্থনীতির ভীতকে শক্তিশালী করতে মিশে গেল ১০ টি ব্যাঙ্ক।১০ টি বেসরকারী ব্যাঙ্ক মিশে গেল ৪ টি বড় ব্যাঙ্কের সঙ্গে । এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার পর মিশে যাবে দেশের ১০ টি বড় বেসরকারী ব্যাঙ্ক।যে যে ব্যাঙ্কগুলি মিশে যাচ্ছে সেগুলি দেখে নেওয়া যাক একনজরে।

এই স্কীমের মধ্যে ইন্ডিয়ান ব্যাঙ্ক মিশে যাচ্ছে এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে। পিএনবির সঙ্গে মিশে যাচ্ছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক।ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেট ব্যাঙ্ক মিশে যাচ্ছে একসাথে।এছাড়া কানাড়া ব্যাঙ্ক এবং সিন্ডিকেট ব্যাঙ্কও মিশে যাচ্ছে পরস্পরের সঙ্গে। এর ফলে ২০১৭ সালে মোট ২৭ টি পাবলিক সেক্টর ব্যাঙ্কের মধ্যে এবার বর্তমানে শুধুমাত্র ১২ টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক থাকবে।

গত বছরও সরকার বেসরকারী বিজয় ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ককে সংযুক্তিকরন করে দেওয়া হয়েছিল ব্যাঙ্ক অফ বারোদায়।২০১৯ এর পয়লা এপ্রিল থেকে কার্যকরী হয়েছিল এই সংযুক্তিকরন। এছাড়া ২০১৭ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ভারতীয় মহিলা ব্যাঙ্ক এবং আরও সহযোগী ৫ টি ব্যাঙ্ককে অর্ন্তভুক্ত করেছিল।  

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics