অবশেষে মিলেছে গ্রিন সিগন্যাল । আগামী সপ্তাহে বুধবার থেকে চলবে লোকাল ট্রেন। পর্যাপ্ত পরিমাণে চলবে ট্রেন। সব স্টেশনেই ট্রেন দাঁড়াবে। প্রতিদিন ১৮১ জোড়া ট্রেন চলবে । হাওড়া ডিভিশনে ৫০ জোড়া , শিয়ালদহ ডিভিশনে ১১৪ জোড়া ও দক্ষিণপূর্ব ডিভিশনে ১৭ জোড়া ট্রেন চলবে । আগামী সোমবার রাজ্য-রেলের বৈঠকে চূড়ান্ত হবে এসওপি। বুধবার থেকে লোকাল ট্রেন চলতে শুরু করলে স্বভাবতই ভিড় বাড়বে মেট্রো স্টেশনগুলিতে। সেই ভিড় কীভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে আলোচনায় বসে মেট্রো কর্তৃপক্ষও। লোকাল ট্রেনের ভিড় সামাল দিতে তাই সিদ্ধান্ত হয়েছে আগামী বুধবার থেকে বাড়তি মেট্রো চালানো হবে। ১৫২টির পরিবর্তে চলবে ১৯০টি মেট্রো। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে পরিষেবা। অফিস টাইমে ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো।