অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে ভারতের ইনিংস গুটিয়ে গিয়েছিল। মাত্র আড়াই দিনেই অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল বিরাট কোহলির ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে কয়েকজন ক্রিকেটারের উপর কোপ পড়তে পারে এমন আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাই সত্যি হল। ২৬ ডিসেম্বর মেলবোর্ন টেস্টের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। আগের টেস্টের দল থেকে বাদ পড়েছেন ওপেনার পৃথ্বী শা ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ওপেনার হিসাবে দু ইনিংসেই চরম ব্যর্থ হয়েছিলেন পৃথ্বী। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ঋদ্ধিমানও। তবু ঋদ্ধিমানের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠছে। দলের বাঘা বাঘা ব্যটসম্যানরা যখন ব্যর্থ তখন ঋদ্ধিকে বাদ দেওয়া তার প্রতি অবিচার বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। কেউ কেউ অবশ্য মনে করছেন, দলে কিছু পরিবর্তন করতে হতই। সেই হিসাবে সুযোগ প্রাপ্য ছিল ঋষভ পন্থেরও। মেলবোর্ন টেস্টের ভারতীয় দলে জায়গা পেয়েছেন শুভমান গিল এবং মহম্মদ সিরাজ। ভারতের চূড়ান্ত একাদশে জায়গা পেয়েছেন- ময়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।