Date : 2024-04-30

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, অন্ডাল বিমাননগরীতে বিক্ষোভ

কাজি নজরুল বিমানবন্দরে প্রবেশের প্রধান সড়কে অবস্থান বিক্ষোভ করলেন অন্ডাল বিমাননগরী কৃষক, শ্রমিক, যুবক স্বার্থরক্ষা কমিটির সদস্যরা। তাঁদের অভিযোগ, জমির পরিবর্তে জমির আশ্বাস রক্ষা করা হয়নি। মানা হয়নি জমিদাতা পরিবারের সদস্যদের চাকরির দাবিও। ২০০৮-০৯ সালে অন্ডাল বিমানবন্দর ও বিমাননগরীর জন্য ২৪০০ একর জমি অধিগ্রহণ শুরু হয়েছিল। বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্ট লিমিটেডের হাতে এই জমি তুলে দেয় রাজ্য সরকার। এর মধ্যে ৬০০ একর জমিতে তৈরি হয়েছি কাজি নজরুল ইসলাম বিমানবন্দর। বাকি ১৮০০ একর জমিতে তৈরি হবে বিমাননগরী। ২০২০ সালে রানিগঞ্জে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছিলেন জমিদাতাদের জমি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু বিএপিএল ও ভূমি রাজস্ব দফতরের অসহযোগিতায় এখনও পর্যন্ত কোনও ব্যবস্তাই হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে বুধবার সকালে অবস্থান বিক্ষোভে সামিল হন জমিদাতা পরিবারের সদস্যরা।