নবান্ন অভিযানে বাঁকুড়ার মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু এবং পাঁশকুড়ার দীপক পাঁজার নিখোঁজের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে গেল বামেরা। বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানানো হয়েছে বামেদের পক্ষ থেকে। রাজ্যসভার বাম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, ১১ ফেব্রুয়ারি বামেদের নবান্ন অভিযানে নির্বিচারে লাঠি চালিয়েছিল পুলিশ। সেই লাঠির আঘাতেই মৃত্যু হয় মইদুল ইসলামের। ৬ দিন পার হয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ বাম সমর্থক দীপক পাঁজার। পুলিশের এই লাঠি চালানো মানবাধিকার লঙ্ঘনের সামিল, এই যুক্তিতে বিচারবিভাগীয় তদন্ত চেয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।