অস্ট্রেলিয়ান ওপেনে আটবার ফাইনালে উঠে আটবারই চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ। সব ধরনের গ্র্যান্ড স্লাম মিলিয়ে সেই অল উইন রেকর্ড জাপানের নাওমি ওসাকারও। এখনও পর্যন্ত তিনবার ফাইনালে উঠে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছিলেন এই জাপানি তারকা। শনিবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে সেটা এবার চারে চার করলেন। ফাইনালে জেনিফার ব্রাডিকে ৬-৪,৬-৩ সেটে হারিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন তিনি। ২০১৮ সালে প্রথমবার কোনও গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ওসাকা। জিতেছিলেন ইউএস ওপেন। ২০১৯ সালে জেতেন অস্ট্রেলিয়ান ওপেন। ২০২০ সালে ফের ইউএস ওপেন। এবার একুশে অস্ট্রেলিয়ান ওপেন। অর্থাৎ গত চার বছরে অন্তত একটি গ্র্যান্ড স্লাম ক্যাবিনেটে সাজিয়েছেন এই জাপানি তরুণী।