Date : 2024-04-30

আছড়ে পড়তে চলেছে ইয়াস, বাতিল দূরপাল্লার ৭৮ টি ট্রেন

ওয়েব ডেস্ক : বুধবার সকালেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। আগে থেকেই ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন। আর তারই মাঝে সর্তকতামূলক পদক্ষেপ নিল রেল। মে মাসের ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত মোট ৭৮ টি ট্রেন বাতিল করলো ভারতীয় রেল।

আপাতত তিনদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে অন্যান্য রাজ্য থেকে আসা বাংলা এবং ওড়িশা গামী ট্রেন। এইগুলির মধ্যে রয়েছে পূর্ব উপকূলীয় রেল, মধ্য, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ, উত্তর-পূর্ব সীমান্ত রেলের একাধিক ট্রেন। এর মধ্যে বেশিরভাগই হাওড়া শাখার ট্রেন।

বাতিল করা ট্রেন গুলি হল,

০২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ

০২০৮৭ হাওড়া-পুরী

০২০৮৮ পুরী-হাওড়া

০২৮৩৭ হাওড়া-পুরী

০২৮৭৩ হাওড়া-যশবন্তপুর

০২৮৭৪ যশবন্তপুর-হাওড়া

০২৮২১ হাওড়া-চেন্নাই

০২৮২২ চেন্নাই-হাওড়া

প্রসঙ্গত, রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় এই মূহুর্তে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। তবে এক্সপ্রেস ট্রেন গুলি চলছে। শুক্রবারই এ বিষয়ে রেলের তরফে একটি বৈঠক হয়। সেখানে একাধিক নির্দেশিকা জারি করে রেল।