Date : 2024-05-01

Over Loading আটকাতে District Police ও RTO-দের তৎপর হওয়ার নির্দেশ নবান্নের…

সঞ্জু সুর,রিপোর্টার: ওভার লোডিং আটকাতে জেলার পুলিশ ও আরটিওদের আরও তৎপর হওয়ার নির্দেশ নবান্নের। সূত্রের খবর, জেলাশাসকদের মুখ্যসচিব জানিয়েছেন ওভার লোডিং সংক্রান্ত সব তথ্য প্রত্যেকদিন রিপোর্ট আকারে পাঠাতে হবে পরিবহন দফতরে। জেলা শাসক ও পুলিশ সুপাররা এডিজি এলও-র মাধ্যমে এই রিপোর্ট অনলাইনে পাঠাবেন পরিবহন দফতরে।

কোন জেলার কোন রাস্তায় কোন ধরনের গাড়িতে ওভার লোডিং এর অভিযোগ বেশি আসছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেসব কিছু খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সাংবাদিক সম্মেলনেও বলেছেন ওভার লোডিং এর ফলে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে।

এটা আটকাবার জন্যে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেও কয়েকটি জেলায় ওভার লোডিং এর অভিযোগ আসছে। তাই আবারও জেলাশাসকদের সতর্ক করে দিলেন মুখ্যসচিব।