Date : 2024-04-30

খুলছে স্কুল তবে মেয়েদের ছাড়া

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : ১৫ই অগস্ট আফগানিস্তান দখলের পরে তালিবানরা দাবি করেছিল এবারে তারা আগের থেকে আলাদা। শরিয়ত মেনেই মেয়েদের সুযোগ দেওয়া হবে সেই দেশে। কিন্তু যত দিন যাচ্ছে তাদের আসল স্বরুপ প্রকাশ পাচ্ছে। কিছুদিন আগেই তারা নির্দেশিকা জারি করল যে স্কুলে বা কলেজে মেয়েরা পড়তে পারবে তবে ছেলে আর মেয়েদের মাঝে থাকবে পর্দা। এর ফলে কলেজ তো খুলল কিন্তু ছাত্রীদের সংখ্যা প্রায় নেই। এরপর মহিলা মন্ত্রকটাই তাঁরা তুলে দিল। নাম বদল নয়। মন্ত্রকটাই আর নেই মেয়েদের জন্য। এবার তাদের নতুন নির্দেশিকা।খুলেছে সে দেশের উচ্চ প্রাথমিক স্কুলগুলি। ১৩-১৮ বছরের পড়ুয়াদের ক্লাসে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু সেই নির্দেশিকায় ঠাঁই পায়নি ছাত্রীরা। অর্থাৎ শুধুমাত্র ছেলেদের বিদ্যালয়ে আসার কথা জানানো হয়েছে আফগানিস্তানের শিক্ষামন্ত্রকের তরফে।নির্দেশিকায় বলা হয়েছে স্কুল চালু হবে।ফিরবে ছাত্র এ শিক্ষকরা। তবে ছেলেদের নিয়ে। মেয়েদের নিয়ে আদৌ কোনো উল্লেখই নেই সেই নির্দেশিকায়।এমনকি শিক্ষিকারা ফিরবেন কিনা তারও কোনো উল্লেখ নেই। স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি তালিবানের মুখপাত্র জবিউল্লাহ জানিয়েছিল মেয়েদের চিন্তা করার দরকার নেই। তাদের পড়াশোনার জন্য আলাদা স্কুল হবে। কিন্তু তা আদৌ কবে হবে তার কোনো উল্লেখ নেই।ফলে নারীদের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।