Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • ‘এক্স’-এর সিইও পদে ইস্তফা দিলেন ইয়াক্কারিনো
  • এখনই ফেরা হচ্ছে শুভাংশুদের। ১০ জুলাই পৃথিবীতে ফেরার কথা ছিল তাঁদের।
  • ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড রুখতে আবেদন ভারতের সুপ্রিম কোর্টে। আবেদন শুনতে রাজি শীর্ষ আদালত।
  • বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার বিরুদ্ধে মামলা দায়ের ED-র।
  • ক্যালিফোর্নিয়ায় টানেল ভেঙে দুর্ঘটনা।
  • হাসপাতালে চিকিৎসক-নার্সকে হুমকি। কৌস্তভ বাগচীকে ফের তলব মোহনপুর থানার।
  •  বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক।
  • মহেশতলায় নার্সের খুনের ঘটনায় গ্রেফতার স্বামী। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতার শিল্পী বিবির স্বামী শেখ নাসির আলি।
  • বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন শমীক ভট্টাচার্য। যোগ দেবেন ১১ ও ১২ জুলাই-এর বিশেষ বৈঠকে।
  • শ্রাবণী মেলা উপলক্ষে শুভেচ্ছা বার্তা মুখ্য়মন্ত্রীর।
  • গুরুপূর্ণিমায় দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর।
  • নোয়াপাড়া কার্শেডের থার্ড লাইনে সমস্যা। আংশিক ব্যাহত হয় দক্ষিণেশ্বর-কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা।
  • ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১।
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন।
  • ৪২ দিন পর বাড়ি ফিরল ইসলামপুরের নাবালক।
  • আত্মীয়ের চিকিৎসা করাতে এসে সস্ত্রীক দাদাগিরির অভিযোগ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে।
  • নীতি আয়োগের বার্ষিক রিপোর্টে বিভ্রান্তি। পশ্চিমবঙ্গ সংক্রান্ত রিপোর্টে বিহারের মানচিত্র ব্যবহার।
  • বাংলার পরিচয় ও মর্যদার অপমান করা হয়েছে মানচিত্রের মাধ্যমে। ক্ষমা চেয়ে ভুল সংশোধন করুক নীতি আয়োগ। চিঠিতে লিখলেন মুখ্যমন্ত্রী।
  • নবান্নে মমতা-ওমর আব্দুলা বৈঠকের সম্ভাবনা।
  • নিম্নচাপ সরলেও কাটছে না দুর্যোগ।
  • New Date 2025-7-10
  • New Time 11:17:38 PM
Surrender Ration Card : রেশন পাক যোগ্য ব্যক্তি। মৃত কার্ড হোল্ডারদের তালিকা তৈরির নির্দেশ।

25
September 2021

Surrender Ration Card : রেশন পাক যোগ্য ব্যক্তি। মৃত কার্ড হোল্ডারদের তালিকা তৈরির নির্দেশ।

সঞ্জু সুর, রিপোর্টার : মৃতের রেশন কার্ড সারেন্ডার না করায় রেশন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন যোগ্য রেশন প্রাপকরা। এটা আটকাতে ও যোগ্য রেশন প্রাপকরা যাতে রেশন পান সেটা সুনিশ্চিত করতে মেমোরান্ডাম জারি করলো রাজ্য খাদ্য ও সরবরাহ দফতর। বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে।

রাজ্যে এখন প্রায় দশ কোটি তেত্রিশ লক্ষ রেশন কার্ড হোল্ডার রয়েছেন। কেন্দ্রের খাদ্য সুরক্ষা আইন ও রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের আওতাধীন এইসব রেশন গ্রহিতারা এখন প্রায় সকলেই বিনামূল্যে রেশন পান। বিশেষ করে গত বছর কোভিড শুরু হ‌ওয়ার পর থেকে সকলকেই বিনামূল্যে রেশন প্রদান করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্যে খাদ্যসাথীর আওতাধীন সকলেই আপাতত সম্পূর্ণ বিনামূল্যে রেশন পাচ্ছেন। এছাড়া মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি মতো ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালুর জন্য ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসাবে সেই কাজ শুরু হয়েছে। এইসব বিভিন্ন কারণে রাজ্যের মানুষের মধ্যে রেশন সংগ্রহের পরিমান বেড়েছে বলেই দফতর সূত্রে খবর। এদিকে জন্ম মৃত্যুর পারস্পরিক হারে যতগুলো রেশন কার্ড সারেন্ডার হ‌ওয়ার কথা, রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে তার থেকে অনেক কম কার্ড সারেন্ডার হচ্ছে। এর ফলে নতুন ও যোগ্য ব্যক্তিদের জন্য রেশন চালু করা অনেক সময়েই সম্ভব হয়ে উঠছে না।

এই সমস্যা দূর করতেই খাদ্য দফতরের অতিরিক্ত সচিব একটি মেমোরান্ডাম ইস্যু করেছেন। মেমোরান্ডাম অনুযায়ী জেলাশাসকদের ও কলকাতার ক্ষেত্রে পুর কমিশনার কে বলা হয়েছে তাঁদের নিজ নিজ এক্তিয়ারভুক্ত এলাকায় সব জন্ম-মৃত্যু নিবন্ধীকরককে যেন এই মর্মে জানিয়ে দেওয়া হয় যে সঠিক সময়ে সঠিক তথ্য তাঁদের কাছে পাঠাতে হবে যাতে ফরম-৭ (রেশন কার্ড সারেন্ডার সংক্রান্ত ফরম) ফিল‌আপ করাতে সুবিধা হয়। পাশাপাশি বিভিন্ন রেশন ডিলারদের সাথে যেহেতু সরাসরি উপভোক্তাদের যোগাযোগ হয়, এক্ষেত্রে রেশন ডিলারদের কাছে মৃত ব্যক্তি সম্পর্কে নিশ্চিত করেই তথ্য এসে পৌঁছায়। রেশন ডিলারকে এক্ষেত্রে কিছুটা ভুমিকা পালন করে উপভোক্তার পরিবারের সদস্যকে দিয়ে ফরম-৭ পূরণ করিয়ে সেই তথ্য নির্দিষ্ট দিন অন্তর জানাতে হবে।

এছাড়াও জেলাশাসকদের বলা হয়েছে গত চার বছরে তাদের এলাকায় মোট কতজন মানুষ মারা গিয়েছেন ও কতজন তাদের রেশন কার্ড সারেন্ডার করেছেন, সেই তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে ‘সমব্যাথী’ প্রকল্পের সাহায্য কার কার জন্য নেওয়া হচ্ছে বা ভোটার তালিকা থেকে কার কার নাম বাদ যাচ্ছে। এইসব তালিকা তৈরি করে খাদ্য দফতরে পাঠাতে ও দফতরের পোর্টালে তা আপলোড করার কথাও মেমোরান্ডামে বলা হয়েছে। খাদ্য দফতর সূত্রে খবর, এই ব্যবস্থা চালু করার অর্থ হলো এক, রেশন চুরি আটকানো ও দুই, যোগ্য ব্যক্তি যাতে রেশন পায় তা সুনিশ্চিত করা।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics