Date : 2024-05-01

State Bank Of India : ৩০০ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা

ওয়েব ডেস্ক : State Bank Of India – ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা করেছেন। বিশেষত এই ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারকারীদের জন্যও এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার ও রবিবার স্টেট ব্যঙ্কের কিছু পরিষেবায় ব্যাঘাত ঘটবে বলে জানান ব্যঙ্ক কর্তৃপক্ষ। প্রযুক্তিগত কিছু কাজ চলার কারণে পরিষেবা ব্যাহত থাকবে। রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে , ১১ ডিসেম্বর শনিবার রাত ১১ টা ৩০ মিনিট থেকে ১২ ডিসেম্বর রবিবার ভোর ৪ টে ৩০ মিনিট পর্যন্ত মোট ৩০০ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা।

এই সময়ের মধ্যে Yono, Yono Lite, UPI ও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা বলে টুইট করেছেন State Bank Of India। ব্যাঙ্ক কর্তৃপক্ষ আরও জানান উন্নত ও আরও ভালো পরিষেবা পাওয়ার জন্য ব্যঙ্ক কর্তৃপক্ষকে এই সময় দিতে হবে গ্রাহকদের। SBI-এর ইন্টারনেট পরিষেবা বন্ধ হলে অসুবিধায় পড়বেন বহু গ্রাহক। লক্ষ লক্ষ গ্রাহক SBI এর মাধ্যমে লেনদেন করেন। দেশের মধ্য সবথেকে বড় নেটওয়ার্ক SBI। দেশ জুড়ে রয়েছে ২২ হাজার শাখা, ৫৭ হাজার ৮৮৯ টি এটিএম।সম্প্রতি SBI ব্যাঙ্ক গ্রাহকদের ঋণের সুবিধার্থে এনেছে ইয়োনো (YONO) অ্যাপ।এই অ্যাপের মাধ্যমে ঋণের জন্য কোথাও না গিয়েও গ্রাহকরা ব্যক্তিগত ঋণের সুবিধা পাবেন ২৪ ঘন্টার মধ্যে।