Date : 2024-04-30

Kolkata Municipal Election 2021 : মহানগরের ভোটছবি

রিমিতা রায়, নিউজ ডেস্ক : কলকাতা পুরভোটে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। কোথাও বোমাজির ঘটনা প্রকাশ্যে আসে। কোথাও রক্তান্ত হলেন ভোটার। কোথাও তৃণমূল-কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে চলল হাতাহাতি। ভুয়ো ভোটার দিয়ে ভোটদানেরও অভিযোগ উঠেছে। বিক্ষিপ্ত অশান্তির ছবিই দিনভর ধরা পড়ল মহানগরে।নানা অভিযোগে দিনভর উত্তপ্ত হয়ে উঠল রবিসরীয় কলকাতা পুরভোট।কলকাতা পুরভোটে বোমাজির অভিযোগ। শিয়ালদহের 36 নম্বর ওয়ার্ডে উত্তেজনা।শিয়ালদহ ইএসআই হাসপাতালের সামনে বোমাবাজির অভিযোগ। বোমাবাজিতে আহত দুই পথচারী। এলাকায় ব্যাপক অশান্তি শুরু হয়। ঘটনায় আতঙ্ক তৈরি হয় ভোটারদের মধ্যে। বোমাবাতে গুরুতর আহত দীপু দাস নামের এক ব্যক্তি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ ,এলাকায় অশান্তির জন্য দায়ী তৃণমূল বোমাবাজিতে জখম দুই ব্যক্তির মধ্যে একজন কংগ্রেসের সমর্থক বলেও দাবি করা হয়েছে। বেলেঘাটার 36 নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। সকালে ওই ওয়ার্ডে পরপর দুটি বোমা ছোঁড়া হয়। বোমার দাগ রয়েছে রাস্তার ওপর।

এই ঘটনার পরই এলাকায় ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রুটমার্চ চলে এলাকায়। ঘটনাস্থলে যান ডিসি ইস্ট প্রিয়ব্রত রায়। ঘটনায় বিরোধীদের ওপর চক্রান্তের অভিযোগ করেছেন সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষ। 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শচীন সিং -এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছেন তিনি।ভুয়ো ভোটারকে হাতেনাতে ধরার অভিযোগে তুলকালাম কলকাতা পুরসভার 45 নম্বর ওয়ার্ড। সকাল থেকেই দফায় দফায় তুমুল উত্তেজনা চলে। এই ওয়ার্ডে ভুয়ো ভোটার দিয়ে ভোটদানের অভিযোগ কংগ্রেসের। হাতেনাতে ভুয়ো ভোটার ধরলেন এই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। অভিযোগ একটি বুথে কংগ্রেসের এজেন্ট অমিতাভ চক্রবর্তীকে পুলিশের সামনেই মারধর করা হয়। পুলিশকে জানানোর পরও তারা কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এনিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কর্মীদের প্রবল বচসা শুরু হয়। দুপক্ষের সঙ্গে ধস্তাধস্তি চলে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযোগ, পুলিশের সঙ্গেও হাতাহাতি শুরু হয় কংগ্রেস ও তৃণমূল কর্মীদের।ভোট শুরুর আগেই বিতর্কে কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ড। ভোট চলাকালীন সিসিটিভি বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না এমনকি কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থী নন্দন ঘোষ।কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। শাসকদলের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। বাম প্রার্থীর দেবলীনা সরকারের এজেন্টকে বসতে বাধা এর প্রতিবাদে সিঁথি থানার সামনে বিক্ষোভ দেখান 2 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী দেবলীনা সরকার। পুলিশকে অভিযোগ জানালে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় পুলিশকে, অভিযোগ বাম প্রার্থীর।