সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার: করোনা পরিস্থিতিতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের। পুলিশ কর্মীদের জন্য করা হল ওষুধের দোকান ও প্যাথলজি সেন্টার। করোনার তৃতীয় ঢেউ আসন্ন। ইতিমধ্যেই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কলকাতা পুলিশের অন্দরেও সংখ্যাটা ঊর্ধমুখী। এমতাবস্থায় লালবাজারের তরফ থেকে নেওয়া হল এক নতুন উদ্যোগ। কলকাতা পুলিশের সমস্ত কর্মীদের জন্য ওষুধের দোকান ও প্যাথলজি সেন্টার করা হল। সল্টলেকে ৪নম্বর ব্যাটালিয়নের আবাসনে এবং কাশীপুরের বিটি লাইনে করা হয়েছে ওষুধের দোকান। যেখানে পুলিশ কর্মী ও তাঁর পরিবার ২৪ শতাংশ ছাড়ে ওষুধ পাবেন। পাশাপাশি আলিপুর বডি গার্ড লাইনে করা হয়েছে প্যাথলজি সেন্টার। যেখানে সহজেই যেকোন টেস্ট করাতে পারবে পুলিশ কর্মী ও তাঁর পরিবার।
প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা দুশ্চিন্তায় ফেলেছে পুলিশ কর্মীদের। করোনার দুটো ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন কয়েক হাজার পুলিশ কর্মী। মৃত্যুও হয় অনেকে। ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হতে দেখা গেছে অনেককে। একাধিকবার কোভিড পজিটিভ হওয়ার ঘটনাও বিরল নয়। ২৫ ও ৩১ তারিখে যাঁরা পার্ক স্ট্রিটে কর্তব্যরত ছিলেন তাঁদের মধ্যে থেকেইআক্রান্তের হার বেশি বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পার্ক স্ট্রিটের ভিড় সামাল দিতে মাশুল গুনতে হয়েছে পুলিশ কর্মীদের বলে মনে করছেন পুলিশের একাংশ। আক্রান্তের সংখ্যা পৌছেছে ৮৬ তে। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে গড়ে ১০-১২ জন করে। আক্রান্ত হয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরাও।এখনও অব্দি কলকাতা পুলিশের ৮ জন আধিকারিক কোভিডের শিকার। করোনাকালে কলকাতা পুলিশের এই ধরণের প্রয়াসকে স্বাগত জানাচ্ছেন পুলিশ কর্মীরা।