Date : 2024-04-30

১২ ফেব্রুয়ারি ভোট

নাজিয়া রহমান, রিপোর্টার : ২২ জানুয়ারির বদলে রাজ্যে চার পুরনিগমের ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি, জানাল রাজ্য নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর – এই চার পুরনিগমের ভোট হওয়ার কথা ছিল। ভোটকে কেন্দ্র করে জোরকদমে চলছিল মনোনয়নপত্র জমা ও প্রচার। এরই মধ্যে অমিক্রণন রূপি করোনার তৃতীয় ঢেউ মাথাচাড়া দিয়ে ওঠে। ক্রমশই বাড়তে শুরু করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। অতিমারির আকার নেয় করোনার সংক্রমণ।

করোনার সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যজুড়ে জারি করা হয় কড়া বিধিনিষেধ। এমন পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়ার আরজি নিয়ে একাধিক মামলা হয় কলকাতা হাই কোর্টে । কলকাতা হাই কোর্টের পরামর্শ, কোভিড পরিস্থিতি, রাজনৈতিক দলগুলির মতামত, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তিন সপ্তাহ পুরভোট পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ১২ই ফেব্রুয়ারি হবে চার পুরো নিগমের ভোট। গণনার দিন এখনো ঠিক হয়নি পরে ঠিক করা হবে বলেই জানিয়েছে কমিশন। তবে কমিশন সূত্রে খবর ১৪ কিংবা ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত হতে পারে গণনার দিন। নতুন করে প্রচার নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রচারে পূর্বনির্ধারিত বিধিনিষেধ লাগু রয়েছে। বিধি নিষেধ প্রচার হবে প্রার্থীদের।