Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া DA দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। চার সপ্তাহের মধ্যে ডিএ দেওয়ার নির্দেশ। অগস্ট মাসে মামলার পরবর্তী শুনানি।
  • পুলিশ সংযত থেকে অনুরোধ করেছে। ৭ ঘণ্টা ধরে পুলিশের অনুরোধ কেউ কানে তোলেননি। পুলিশ ধৈর্য এবং সংযম দেখিয়েছে : ADG দক্ষিণবঙ্গ।
  • চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ। হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
  • এভারেস্ট জয় করে ঘরে ফেরা হলো না সুব্রত ঘোষের। শৃঙ্গ জয় করে নামার সময়েই মৃত্যু হলো রানাঘাটের বাসিন্দা পেশায় শিক্ষক সুব্রত ঘোষের।
  • ১৮ মে পর্যন্ত ভারত-পাক সংঘর্ষ বিরতি জারি থাকবে। হটলাইনে দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত।
  • গত এক মাসের মধ্যে সবথেকে সস্তা হলো সোনা।
  • পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগে রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন। ধিক্কার দিবসের ডাক দিয়েছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’।
  • New Date 2025-5-16
  • New Time 11:26:44 AM
আগামী সপ্তাহে তিনদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

12
March 2022

আগামী সপ্তাহে তিনদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

সায়ান্তিকা ব্যানার্জি, রিপোর্টার : আগামী সপ্তাহে তিনদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। শনিবার মেট্রোর পক্ষ থেকে জারি হল বিজ্ঞপ্তি

১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সল্টলেক-ফুলবাগান মেট্রো পরিষেবা। মেট্রোর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ১৬ এবং ১৭ মার্চ শিয়ালদহ স্টেশন পরিদর্শনে আসবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। ইস্ট-ওয়েন্ট মেট্রো চলে যেই সিস্টেমের মাধ্যমে সেটিকে আপডেট করা হবে।এই দু’দিন ধরে সেই কাজ চলবে তাই তিনদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। শিয়ালদহ থেকে ফুলবাগান মেট্রো পরিষেবা শুরুর আগেই এই কাজ করা দরকার বলে এই আপডেট শিয়ালদহ অবধি হবে।

জানা গিয়েছে ইস্ট-ওয়েন্ট মেট্রো চলে কমিউনিকেশন বেসড ট্রেন সিস্টেমের মাধ্যমে। কন্ট্রোল থেকে পুরো অপারেশন নিয়ন্ত্রণ করা হয়। এবার শিয়ালদহ স্টেশন পর্যন্ত সেই পুরো সফটওয়্যারটি আপডেট করা হবে। দু’দিন ধরে সেই রক্ষণাবেক্ষণ এবং পরিদর্শন চলবে। তাই তিনদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics