Date : 2024-04-29

দুদিন সরকারি ছুটি নয়, ঘোষণা নতুন প্রধানমন্ত্রীর

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : সোমবার ভারতীয় সময় রাত ১০ টায় প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন শাহবাজ শরিফ। ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজ। প্রধানমন্ত্রী পদে বসেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। সরকারি দফতরে ছুটির রাশ টানলেন তিনি।নয়া পাকিস্তানি প্রধানমন্ত্রী প্রথম দিনই ঘোষণা করলেন, এবার থেকে সপ্তাহে আর দু’দিন নয়, একদিনই ছুটি পাবেন কর্মীরা।শুধু রবিবার। আর্থিক অনটনের ধাক্কায় বিপর্যস্ত দেশের অর্থনীতির পুনরুজ্জীবনে তিনি উদ্যোগ নিচ্ছেন বলে খবর।আবার শুধু এই করেই তিনি ক্ষান্ত থাকেন নি।হাজিরার সময়ও বদলাচ্ছেন তিনি।পূর্বের প্রধানমন্ত্রীর জমানায় সরকারি অফিস চালু হত সকাল ১০টায়। সোমবার, শপথ নেওয়ার পর প্রথমদিনই নতুন প্রধানমন্ত্রী অফিসে পৌঁছন সকাল ৮টায়। এবার থেকে সরকারি দপ্তরে কর্মীদের দশটার পরিবর্তে সকাল ৮টায় ঢুকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শাহবাজের কথায়, “আমরা জনতার সেবা করতে এসেছি। এক মুহূর্তও নষ্ট করা যাবে না।” প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মীদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সততা, স্বচ্ছতা, পরিশ্রম, সদিচ্ছাই হবে আমাদের চালিকা-নীতি।” পেনশন বৃদ্ধি, ন্য়ূনতম ২৫ হাজার টাকা বেতন সংক্রান্ত ঘোষিত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি তীব্র আর্থিক সংকট থেকে পরিত্রাণের রাস্তা খুঁজে বের করতে ইতিমধ্যে অর্থ বিশেষজ্ঞদের দেওয়া সুপারিশ প্রয়োগের ব্যাপারেও আজ জরুরি বৈঠক করেন শাহবাজ। পাশাপাশি মন্ত্রিসভার বাকি সদস্যদের বাছাইয়ের ব্যাপারেও দিনভর আলোচনা চালান তিনি।অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারের তাঁর এই উদ্যোগ।তাঁর এই উদ্যোগ আদৌ কতটা সফল হয় বা আদৌ কতটা অর্থনৈতিক পুনরুদ্ধার হয় তা সময় বলবে। ২৩ তম প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁকে অভিন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়ে তিনি লিখেছিলেন শান্তি, সন্ত্রাসমুক্ত অঞ্চলের আশায় থাকবে ভারত।