Date : 2024-05-18

অনলাইন শিক্ষাকে বিশেষ গুরুত্ব ইউজিসির

নাজিয়া রহমান, সাংবাদিক:-স্নাতক ও স্নাতকোত্তরে অনলাইন কিংবা দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষাগ্রহনকে বিশেষ গুরুত্ব ইউজিসির। দেশের মধ্যে বহু পড়ুয়া আছেন যারা চাকরি কিংবা কাজ করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান। তাদের মধ্যে বেশির ভাগ পড়ুয়া অনলাইনে কিংবা দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করেন। এবার দূরশিক্ষার ডিগ্রি এবং অনলাইন কোর্সগুলি রেগুলার ডিগ্রির সমান হিসেবে বিবেচনা করা হবে। এমনই একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইউজিসি। তবে শুধুমাত্র ইউজিসি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থেকে পাওয়া ডিগ্রিই এক্ষেত্রে প্রযোজ্য। এই নিয়ম কার্যকরী হবে ইউজিসির ওপেন অ্যান্ড ডিসট্যান্স এডুকেশন প্রোগ্রাম এবং অনলাইন প্রোগ্রামের বিধি ২২ এর অধীনে, এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এতে দেশের বহু পড়ুয়া উপকৃত হবেন বলে মত শিক্ষকমহলের একাংশের। ভারতের প্রায় ২৫ শতাংশ পড়ুয়া অনলাইন কিংবা দূরশিক্ষণে শিক্ষা গ্রহণ করে থাকেন। এর মধ্যে বহু মানুষ আছেন যারা কাজ করার পাশাপাশি পড়াশোনা করেন। তাদের জন্য এই নতুন নিয়ম অনেক সুবিধাজনক হবে বলে মনে করছেন অনেকেই। তবে কোনও পড়ুয়া যদি অনলাইন কিংবা দুরশিক্ষার মাধ্যমে পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে তাকে অবশ্যই ইউজিসি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে করতে হবে। তবেই সেই পড়া রেগুলারের সমতুল্য হিসেবে গণ্য হবে জানিয়েছে ইউজিসি।