Date : 2024-04-30

নির্বিঘ্নে মিটল কংগ্রেস সভাপতি নির্বাচন, ২৪ বছর পর দায়িত্ব গান্ধী পরিবারের বাইরের কেউ

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ : সোনিয়া গান্ধীর পর দলের হাল কার হাতে! আজ সারা দিন সেই উত্তর খোঁজা হল। সুসম্পন্ন হল কংগ্রেস সভাপতি নির্বাচন।

কে পাবেন দায়িত্ব? শশী থারুর নাকি মল্লিকার্জুন খাড়্গে। এর আগে কে সভাপতি হবেন তানিয়ে দলের মধ্যে বহু ওঠাপড়া হয়ে গিয়েছে। দলে তোলপাড় হওয়ার পরই এবার কংগ্রেসে সভাপতি নির্বাচন হল। সমস্ত রাজ্যের কংগ্রেস ভবনে এবং দিল্লিতেও ভোটগ্রহণ হল। কলকাতায় ভোট দিয়েছেন অধীর চৌধুরী।

আগামী ১৯ অক্টোবর ফল ঘোষণা হবে। নতুন সভাপতি নির্বাচনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে ভোট দিলেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী, মনমোহন সিংদের মতো শীর্ষ নেতারা৷ পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস দফতরেও সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলল ভোটগ্রহণ৷

উল্লেখ্য ২০১৭ সালে শেষ বারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় জিতে গিয়েছিলেন রাহুল গান্ধী। যদিও ২০১৯ সালেই সভাপতির পদ থেকে সরেছেন তিনি। তারপর থেকেই ওই পদ একপ্রকার ফাঁকে। মাঝে একাধিকবার রাহুলের নাম উঠে এলেও তিনি নিজে রাজি হননি দলের সভাপতির পদে বসতে।