Date : 2024-04-29

নিজেদের মধ্যে শত্রু খুঁজবেন না শত্রুকে চিনতে শিখুন” সাতটি মোর্চার বৈঠকে বার্তা সুকান্তর

সুচারু মিত্র সাংবাদিক : সাতটি মোর্চাকে নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক। পঞ্চায়েতের আগে থেকে অঞ্চল সম্মেলনে জোর, পঞ্চায়েতী রাজ সম্মেলনে জোর বুথ স্তরের সংগঠনকে চাঙ্গা করতে যুব মোর্চা, মহিলা মোর্চাকে একগুচ্ছ নির্দেশ দিলেন সুকান্ত শুভেন্দু, দিলীপরা। এদিনের বৈঠকে সংগঠন নিয়ে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের মধ্যে শত্রু খুঁজে লাভ নেই বরং প্রকৃত শত্রুকে চিনুন, তৃণমূলের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করুন। এভাবেই বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চা ,কৃষাণ মোর্চার, নেতৃত্বকে ভোকাল টনিক দিলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি নাম না করে বিক্ষুব্ধ নেতা সৌমিত্র খাঁকে কটাক্ষ সুকান্তর, পদ নয়, ক্ষমতা থাকলে পঞ্চায়েত জেতার চ্যালেঞ্জ নিন, বড় বড় কথা বলে কোন লাভ নেই। এটাই ছিল রাজ্য সভাপতির সুর। অন্যদিকে বৃহস্পতিবারের বৈঠকে শুভেন্দু অধিকারীর বার্তা দুর্নীতি ইসুই এখন সবচেয়ে বড় ইসু জেলায় জেলায় ঝাঁপিয়ে পড়ার বার্তা শুভেন্দুর। এদিন বৈঠকের শেষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

আজকের বৈঠকের পর লাগাতার কর্মসূচিতে থাকতে হবে বিজেপির সাতটি মোর্চাকে নির্দেশ সুনীল বনসালের।