কলকাতা: বসন্ত উৎসবের আগে ফের একবার দক্ষিণাবাতাস চুরি করতে চলেছে নিম্নচাপ। দোলের আগে আবারও শহর লন্ডভন্ড করে দিতে পারে কালবৈশাখী। বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ জেলা সহ কলকাতায় ফের ঝড়-বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতায় সহ হাওড়া ও হুগলীর বেশ কিছু অঞ্চলে
সপ্তাহের শুরুতেই অস্বস্তি সূচক বেশি থাকার সম্ভবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। চৈত্রমাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ফের একবার প্রবল কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণবঙ্গ সব জেলায় চলতি সপ্তাহের শুরুতেই আর্দ্র বাতাস ঢুকতে শুরু করেছে। পশ্চিমি বায়ুর সঙ্গে সংঘর্ষের জেরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে গাঙ্গেয় উপত্যকায় তুলনামূলক বেশি ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়ে ৩৬ ডিগ্রি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে শহরে বিকেলের পর অস্বস্তি বাড়তে পরে। প্রসঙ্গত, ফেব্রুয়ারির শেষে রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তার জেরে একধাক্কায় তাপমাত্রাও নেমেছিল অনেকটা। মাঝে কয়েকটা দিন আকাশ পরিস্কার হতেই ফের বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে।