Date : 2024-05-01

নিজের হাতে আঁকা ছবি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

সঞ্জু সুর, সাংবাদিক : দুর্গাপুজো হোক বা নববর্ষ। জন্মদিন হোক বা বিশেষ কোনো দিন। নিয়ম করে সঠিক সময়ে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে যায় বিশিষ্ট মানুষের কাছে। সে তাঁরা রাজনৈতিক নেতা হোন বা আমলা, সাধারণ মানুষ হোন বা বুদ্ধিজীবী। আর এই শুভেচ্ছা বার্তায় অনেক সময়েই থাকে মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবি। ঠিক যেমনটি হয়েছে এবার ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা বার্তায়।

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার ঠিক আগে আগেই প্রতিবছর পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সব বিধায়ক, সাংসদ বা অন্যান্য বিশিষ্ট নেতাদের জন্মদিনে দলনেত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা অনেকেই সোশ্যাল সাইটে পোষ্ট করেন। জন্মদিন, বিবাহ বা অন্য কোনো বিশিষ্ট দিনেও শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু রাজনৈতিক নেতা নেত্রী, দলীয় কর্মি নন, তাঁর এই শুভেচ্ছা বার্তা পৌঁছে যায় সরকারের আমলা মহলেও। আইএএস, আইপিএস, সচিবদের কাছেও নিয়ম করে শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। এবারেও ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠানোর পাশাপাশি নিজের হাতে আঁকা একটি ছবিও পাঠিয়েছেন তিনি। অনেক আমলাই আছেন যারা এই ছবিগুলোকে আলাদা করে সংগ্রহ করে রাখেন। নবান্নে বসা এক আমলার মন্তব্য, “মুখ্যমন্ত্রী মনে করে নাম ধরে ধরে শুভেচ্ছা জানান আর তার সঙ্গে এই ছবি পাঠান। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর একটা অনন্য ইউএসপি। মুখ্যমন্ত্রীর পাঠানো বেশ কয়েকটা ছবি কিন্তু আমার সংগ্রহে ইতিমধ্যেই জমা হয়ে গেছে।”