Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিতে খতম লস্কর-ই-তৈবার কুখ্যাত জঙ্গি আবু সাইফুল্লাহ। রাজাউল্লাহ নিজামনি নামেও পরিচিত ছিল সে।
  • সোপিয়ানে গ্রেফতার জঙ্গিদের দুই সঙ্গী। সোপিয়ানের ডিকে পোরা এলাকায় সেনা ও CRPF-এর যৌথ অভিযানে গ্রেফতার। ধৃতদের থেকে উদ্ধার ২টি পিস্তল, ৪টি গ্রেনেড, ৪৩ রাউন্ড গুলি। 
  • টিটাগড়ে আবাসনের মধ্যে বিস্ফোরণ। ওই আবাসনের বাসিন্দা টিটাগড় পুরসভার কাউন্সিলর।
  • মুম্বই-গোয়া হাইওয়ে থেকে নদীতে পড়ল গাড়ি। মৃত্যু ৫ আরোহীর। গুরুতর জখম গাড়ির চালক। মুম্বই থেকে দেবরুখ যাচ্ছিল গাড়িটি।
  • আজ ৩ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রথম দিন সিনার্জি বৈঠকে যোগ দেবেন তিনি। ২০ মে উপভোক্তাদের পরিষেবা প্রদান কর্মসূচি। ২১ মে প্রশাসনিক বৈঠক। ২২ মে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে মামলা। ১৭ জনকে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। হাজিরা এড়ালে গ্রেফতারির হুঁশিয়ারি। ২১ মে হাজিরার নির্দেশ।
  • New Date 2025-5-19
  • New Time 09:44:07 AM
বাদাম খেলে ওজন বৃদ্ধি পায়না। বরং ওজন হ্রাসে সাহায্য করে।

11
February 2023

বাদাম খেলে ওজন বৃদ্ধি পায়না। বরং ওজন হ্রাসে সাহায্য করে।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- বাদাম নিয়ে আমাদের একটি ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা অনেকেই ভাবি বাদাম শরীরের ওজন বৃদ্ধিতে সাহায্য করে। ফলে বাদামকে আমরা খাদ্য তালিকা থেকে বাদ রাখি। কিন্তু এ ধারণাটি পুরো সত্য নয়। বরং বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে, বাদাম শরীরের ওজন কমাতে সহায়তা করে। এমনকি ওজন বৃদ্ধির ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে।

বলা হচ্ছে, অলিভ অয়েলের চেয়ে বাদাম দ্রুত ওজন হ্রাসে সাহায্য করে। সকালের জলখাবারে বাদাম রাখা যেতেই পারে। কারণ এক মুঠো বাদাম খেয়ে জল খেয়ে নিলেই পেট ভরে যায়। ফলে খাবার কম খাওয়া হয়, যা ওজন কমাতে সহায়তা করে।

পুষ্টিবিদদের মতে, বাদামে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন ও ফাইবারের মিশ্রণ ক্ষুধা দমনে সহায়তা করে। বাদাম অনেক ধরনের হয়ে থাকে, যেমন আখরোট, কাজু, পেস্তা, কাঠবাদাম ইত্যাদি। ওজন কমানোর জন্য কাজু ও কাঠবাদাম খুবই উপকারী। ১৬-১৮টি কাজু বাদামে ৫ গ্রাম প্রোটিন, ১৩ গ্রাম ফ্যাট থাকে। অন্যদিকে ৪৯টি পেস্তা বাদামে ৬ গ্রাম প্রোটিন, ১৩ গ্রাম ফ্যাট রয়েছে। অন্যান্য বাদামের তুলনায় কাজু বাদামে ক্যালরির পরিমাণ তুলনামূলক কম। তবে ক্যালসিয়াম বেশি থাকে, যা সামগ্রিকভাবে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়া এ বাদাম ভিটামিন ‘ই’ ও ফাইবারসমৃদ্ধ, যা বিপজ্জনক প্রদাহরোধে সাহায্য করে, পাশাপাশি বয়স সম্পর্কিত স্মৃতিশক্তি হ্রাসজনিত সমস্যা কমাতেও ভূমিকা রাখে। চীনাবাদামে মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ‘ই’ থাকে। ২৮টি চীনাবাদামে প্রায় ১৭০ ক্যালরি, ৭ গ্রাম প্রোটিন ও ১৪ গ্রাম ফ্যাট থাকে।

বাদামে অতিরিক্ত ফ্যাট থাকার কারণে ভয়ে অনেকে বাদাম খেতে চান না। কিন্তু চিকিৎসকরা বলছেন, বাদামে থাকা ফ্যাট আমাদের শরীর পুরো গ্রহণ করতে পারে না। এ কারণে বাদাম খেলে ওজন বৃদ্ধির কোনো ভয় থাকে না। যেকোনো ধরনের বাদামে পটাশিয়াম, ম্যাগনেশিয়ামসহ প্রয়োজনীয় কিছু খনিজ রয়েছে। বাদামে শর্করার পরিমাণ খুব সামান্য। ফলে বাদাম খেলে ওজন বৃদ্ধি পায় না। কাজেই যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তারা তাদের খাদ্য তালিকায় বাদাম যুক্ত করতে পারেন।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics