Date : 2024-04-28

সংখ্যালঘু প্রতিবাদের মঞ্চ থেকে তোষণের রাজনীতির অভিযোগ শুভেন্দুর।

নিজস্ব প্রতিনিধি কলকাতা ঃ হাইকোর্টের অনুমতিতে শর্তসাপেক্ষে শনিবার রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রতিবাদ মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বাংলায় তোষণের রাজনীতি চলছে অভিযোগ শুভেন্দুর, সংখ্যালঘু সম্প্রদায় কে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে থাকেন শুভেন্দু। সেই সঙ্গে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য বাংলায় নারী ধর্ষণ চলছে, গ্রামের মানুষ অত্যাচারিত হচ্ছে, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে আর কোটি টাকা খরচ করে ভাইপো বঙ্গ ভ্রমণে বেরিয়েছেন বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা.

অন্যদিকে দুটি নিয়োগ মামলা থেকে অভিজিৎ গাঙ্গুলিকে সরানো নিয়ে শুভেন্দুর প্রতিক্রিয়া হাইকোর্টে বিচারপতির চেয়ারে যারাই বসেন তাদের কাজই হল দুর্নীতির বিরুদ্ধে রায় দেওয়া। নিয়োগ দুর্নীতি মামলা চলছে চলবে বলে মন্তব্য শুভেন্দুর। কেন্দ্রীয় প্রকল্প থেকে মানুষকে দূরে সরিয়ে রেখে কেন্দ্রের সাহায্য পাচ্ছি না বলে যে চিৎকার তৃণমূল সুপ্রিমো করছেন তা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন শুভেন্দু।