সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: দিনেদুপুরে গুলিবিদ্ধ হলেন ইউরোপের স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার হ্যান্ডলোভায় দলীয় সমর্থকদের সঙ্গে জনসংযোগে গেছিলেন তিনি। নিরাপত্তার ঘেরাটোপে নিজের গাড়ি থেকে নেমে এগিয়ে যাওয়ার সময়ই হঠাৎই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। মোট ৫ রাউন্ড গুলি চলে। বিগত কয়েকদিন ধরেই স্লোভাকিয়া সরকারের বিরুদ্ধে জনরোষ বেড়ে চলেছে। এরই মধ্যে গুলিবিদ্ধ প্রধানমন্ত্রী। ইউরোপের স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে হ্যান্ডলোভা ছিলেন ফিকো। নিজের গাড়ি থেকে নেমে হ্যান্ডলোভা শহরের হাউস অফ কালচারের বাইরে ভিড় করে থাকা সমর্থকদের সঙ্গে দেখা করতে যান স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ব্যারিকেডের এপার থেকেই সৌজন্য বিনিময় করছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই হঠাৎ গুলি চলে। মোট ৫ রাউন্ড গুলির ১ রাউন্ড গুলি প্রধানমন্ত্রীর পেটে লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। গুলি চলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। গোটা ঘটনার খবর পেয়েই মুলতুবি করা হয়েছে স্লোভাকিয়ার পার্লামেন্ট। অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্টের অধিবেশনও বন্ধ রাখা হয়েছে। গুলি চলার পরে ঘটনাস্থল থেকে ১ অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করেছেন স্লোভাকিয়ার রাষ্ট্রপতি জুজানা কাপুটোভ। প্রধানমন্ত্রীর উপর নির্মমভাবে আক্রমণ করা হয়েছে বলে নিন্দা করেন তিনি।
তিনি আরও বলেন, “গোটা ঘটনায় আমি স্তম্ভিত। আশা করি আঘাত থেকে সেরে উঠবেন প্রধানমন্ত্রী।” গত ২ মাস ধরে স্লোভাকিয়ার সরকারের বিরুদ্ধে জনরোষ বাড়ছে। অভিযোগ ওঠে, সব মিডিয়াকে সরকারের নিয়ন্ত্রণাধীন করে ফেলার চক্রান্ত করা হচ্ছে। সেই বিতর্কের আবহে গুলিবিদ্ধ হলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : এবার একদিন আগেই কেরলে প্রবেশ করতে পারে বর্ষা