প্রবীর মুখার্জী, সাংবাদিকঃ মেষ রাশি — কর্মস্থলে কাজের চাপ বাড়বে। তবে মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। সাফল্য আসবেই। ব্যবসায় আশাতীত লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করতেই পারেন। লেনদেনে অবশ্যই সতর্ক থাকবেন। দীর্ঘদিনের আটকে থাকা কোনও পাওনা টাকা আজ পেতে পারেন।
বৃষ রাশি — কর্মস্থলে অনুকূল পরিবেশ। প্রয়োজনীয় কাজ শেষ করতে কোনও বাধা নেই। ব্যবসায় অপ্রত্যাশিত লাভের যোগ রয়েছে। বিনিয়োগের উপযুক্ত সময়। তবে প্রতারক ব্যক্তির থেকে সাবধানে থাকবেন। লেনদেনে সতর্ক থাকুন। অপরিচিত কাউকে টাকা ধার দেবেন না।
মিথুন রাশি — কর্মস্থলে কাজের চাপ থাকবে। তবে পরিকল্পনা করে কাজ করুন। সাফল্য আসবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসা গতানুগতিক। বিনিয়োগ এখন না করাই ভালো। তবে সামনে ভালো সময় আসছে ধৈর্য ধরুন। সাফল্য পাবেন।
কর্কট রাশি — কর্মস্থলে খুব সাবধানে থাকবেন। শত্রু শিবির আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তবে আপনি সতর্ক থাকলে কোনও ক্ষতি করতে পারবে না। মাথা ঠাণ্ডা রেখে কাজ শেষ করুন। অযথা বিতর্কিত মন্তব্য করতে যাবেনা না। ব্যবসায় শ্রী বৃদ্ধির যোগ রয়েছে। লেনদেনে সতর্ক থাকবেন। ভালো সুযোগ আসতে পারে।
সিংহ রাশি — কর্মস্থলে অনুকূল পরিবেশ থাকবে। সহকর্মীদের সাহায্য পাবেন। কর্তৃপক্ষের প্রশংসা জুটতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। বিনিয়োগের উপযুক্ত সময় এখন। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। প্রতারকদের থেকে সাবধানে থাকবেন।
কন্যা রাশি –- কর্মস্থলে পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভ। পরিকল্পনা করে কাজ করুন। মাথা ঠাণ্ডা রাখুন। প্রয়োজনীয় কাজ এদিনই শেষ করবেন। দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা দূরে কোথাও বদলি হতে পারে। ব্যবসায় আয়ের সুযোগ ভালোই। লেনদেনে সতর্ক থাকুন। শেয়ার বা ফাটকায় লাভের সম্ভাবনা।
তুলা রাশি — কর্মস্থলে বাধা সত্ত্বেও প্রয়োজনীয় কাজ শেষ করতে সক্ষম হবেন। সহকর্মীদের প্রশংসা লাভ। কর্তপক্ষের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা। দূরে কোথাও বদলির যোগ। সামাজিক সম্মান ও প্রতিপত্তির বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় আয় ভালোই। বড় ধরনের বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি — কর্মস্থলে আপনার পরিকল্পনায় সাফল্য লাভ। সহকর্মীদের সাহায্য পাবেন। অনুকূল পরিবেশ। সামাজিক সম্মান লাভের সম্ভাবনা। ব্যবসায় বাধা নেই। দীর্ঘমেয়াদী কোনও বিনিয়োগ করতেই পারেন। লেনদেনে সতর্ক থাকলেই কেল্লা ফতে।
ধনু রাশি — আপনার আত্মবিশ্বাস আপনাকে নিশ্চিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কর্তৃপক্ষের প্রশংসা লাভ। পদোন্নতির যোগ। বিদেশে ভালো চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় শ্রী বৃদ্ধির যোগ রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। বিনিয়োগে কোনও বাধা নেই। প্রতারকদের থেকে সাবধানে থাকবেন।
মকর রাশি — কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাবেন। আপনার পরিকল্পনার বাস্তবিক রূপ প্রশংসিত হবে। পদোন্নতির যোগ রয়েছে। ভাল সুযোগ আসতে পারে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। ব্যবসায় বিনিয়োগের উপযুক্ত সময়। আশাতীত লাভের সম্ভাবনা। প্রলোভনে পা দেবেন না।
কুম্ভ রাশি – কর্মস্থলে দায়িত্ব ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। প্রশংসা জুটতে পারে। উপর্জন বৃদ্ধির সম্ভাবনা। প্রশাসনিক পদে কর্মরতদের দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। বড় ধরনের বিনিয়োগ করতেই পারেন। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন। লেনদেনে সতর্ক থাকুন।
মীন রাশি — কর্মস্থলে কাজের চাপ বাড়বে। মাথা ঠাণ্ডা করে প্রয়োজনীয় কাজ শেষ করুন। অযথা তাড়াহুড়ো করবেন না। ব্যবসায় নতুন বিনিয়োগ এখন না করাই ভালো। ধৈর্য ধরুন। লেনদেনে সতর্ক থাকবেন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা।